পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চোর সন্দেহে কিশোরকে খুঁটিতে বেঁধে পেটাল স্থানীয় তৃণমূল নেতা - তৃণমূল নেতা

ভিডিয়োতে দেখা যাচ্ছে এক কিশোরকে দোকানের খুঁটিতে বেঁধে দড়ি দিয়ে বেধড়ক মারধর করছেন করণদিঘির স্থানীয় তৃণমূল নেতা ফজলুর রহমান । সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো ৷

নাবালককে মার তৃণমূল নেতার
নাবালককে মার তৃণমূল নেতার

By

Published : Aug 15, 2020, 7:13 PM IST

Updated : Aug 15, 2020, 7:28 PM IST

রায়গঞ্জ, 15 অগাস্ট : অমানবিক ঘটনার সাক্ষী থাকল উত্তর দিনাজপুরের করণদিঘি । চোর সন্দেহে নাবালককে খুঁটিতে বেঁধে ব্যাপক মারধর করল স্থানীয় তৃণমূল নেতা ৷ সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ETV ভারত ৷

ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওই কিশোরকে একটি খুঁটিতে বেঁধে দড়ি দিয়ে পেটাচ্ছেন করণদিঘির লাহুতাড়া 1 গ্রাম পঞ্চায়েতের দুর্লভপুর এলাকার তৃণমূল নেতা ফজলুর রহমান ৷ তিনি স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা এলেনুর খাতুনের স্বামী । যখন ফজলুর মারধর করছেন তখন সবাই তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ৷ কেউ ওই কিশোরকে বাঁচাতে এগিয়ে আসেনি ৷

কিশোরকে মার তৃণমূল নেতার...

এই ঘটনা নিয়ে টেলিফোনে যোগাযোগ করা হলে ফজলুর রহমান বলেন, ওই নাবালক তাঁদের মুদিখানা দোকানে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে ৷ তাই তিনি মারধর করেছেন ৷ নাবালকের বাবার অনুরোধেই তিনি না কি শিক্ষা দিয়েছেন ৷

জানা গেছে ওই কিশোরের বাড়ি করণদিঘির দুর্লভপুর এলাকায় ।

Last Updated : Aug 15, 2020, 7:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details