পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়গঞ্জে তৃণমূল প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের জের ? - Trinamool inner clash

গৌরি গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে তৃণমূল রায়গঞ্জ ব্লকের সভাপতি মানস ঘোষের অনুগামীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল । সোমবার সরকারি প্রকল্পের প্রচার করার সময় মানসবাবুর অনুগামীরা তাঁদের পথ আটকায় বলে অভিযোগ । প্রধানে স্বামীকে নাকি খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয় । প্রধানের দাবি , ওইদিন রাতেই তাঁদের বাড়িতে বোমাবাজি করা হয় । এর পিছনে মানস ঘোষ রয়েছেন বলে দাবি তাঁদের ।

Trinamool inner clash
রায়ঘঞ্জে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

By

Published : Dec 9, 2020, 7:47 AM IST

Updated : Dec 9, 2020, 8:04 AM IST

রায়গঞ্জ , 9 ডিসেম্বর : রায়গঞ্জ ব্লকের গৌরি গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল কয়েকজন সশস্ত্র দুষ্কৃতীর বিরুদ্ধে । শুধুমাত্র বোমা ছোড়া নয়, প্রধানের স্বামীকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ ।

অভিযোগ, ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সীমা মণ্ডল ও তাঁর স্বামী রাঙ্গু মণ্ডলের অনুগামীদের সঙ্গে কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ ব্লকের সভাপতি মানস ঘোষের অনুগামীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল । মূলত , ব্লক কমিটিতে স্বজনপোষণের অভিযোগ উঠেছিল মানসবাবুর বিরুদ্ধে । ওই প্রধান এবং তাঁর স্বামীর অনুগামীরা এই অভিযোগ তুলেছিলেন । সোমবার, ইটাল এলাকায় সরকারি প্রকল্পের প্রচার করতে গিয়েছিলেন রাঙ্গু মণ্ডলরা । তখন মানসবাবুর অনুগামী বলে পরিচিত কয়েকজন তৃণমূল কর্মী তাঁদের পথ আটকায় বলে অভিযোগ । তৃণমূল প্রধানের স্বামীকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ । এরপর ওইদিন রাতে আচমকা তাঁদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় । এই ঘটনার পিছনে মানস ঘোষের অনুগামীদের হাত রয়েছে বলে দাবি করেছেন সীমাদেবী ও তাঁর স্বামী । মঙ্গলবার বিকেলে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রধান এবং তাঁর স্বামী । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

এই বিষয়ে প্রধানের স্বামী রাঙ্গু মণ্ডল বলেন , "আমি এবং আমার স্ত্রী বাড়িতে না থাকাকালীন বোমাবাজি করা হয় । এই ঘটনার পিছনে কে কে রয়েছে তা খুঁজে বার করতে রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছি । " অন্যদিকে মানসবাবু বলেন , "এই ধরনের কোনও ঘটনা এখনও পর্যন্ত স্থানীয় স্তর থেকে আমার কাছে এসে পৌঁছায়নি । আমার নাম নিয়ে যদি কেউ হুমকি দিয়ে থাকত , তবে অবশ্যই প্রধান ও তাঁর স্বামীর উচিত ছিল প্রথমে আমাকে এই বিষয়ে প্রশ্ন করা । যদিও তাঁরা করেননি । আদতে কী ঘটনা ঘটেছে , তা জেনে অবশ্যই ব্যবস্থা নেব ।"

কী বলছেন তৃণমূল প্রধানের স্বামী ?
Last Updated : Dec 9, 2020, 8:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details