ইসলামপুর, 16 মার্চ : তিনি শাসকদলের জেলা সভাপতি। প্রভাবশালী। এহেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়ালের গাড়ি চুরি যাওয়ার ঘটনায় শোরগোল পড়ে গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচিন মক্কার জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
চালকের বাড়ি থেকে জেলা তৃণমূল সভাপতির গাড়ি চুরি ! শোরগোল ইসলামপুরে
উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়ালের ভাড়ার গাড়ি থাকত চালকের বাড়িতে। সেখান থেকে চুরি হয়ে যায় গাড়িটি। ঘটনায় তদন্ত শুরু পুলিশের।
kanailal agarwal
কানাইলাল আগরওয়াল জানিয়েছেন, গাড়িটি ভাড়ার গাড়ি ছিল। চালক নিতাই দাসের বাড়িতে রাখা হত। চালকের বাড়ি ইসলামপুর পুরাতনপল্লি এলাকায়। সেখান থেকেই গাড়িটি চুরি গেছে। পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।
অন্যদিকে ঘটনা প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর অভিযোগ, রাজ্যে সমাজ বিরোধীতে ভরে গেছে। এই সমাজবিরোধীদের থানা থেকে তৃণমূল কংগ্রেসের নেতারাই ছাড়িয়ে আনেন। তারাই শাসকদলের সভাপতির গাড়ি চুরি করেছে।