রায়গঞ্জ, 23 মে : করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই রাজ্য সরকারের ঘোষিত কার্যত লকডাউনে চরম ক্ষতির মুখে পড়েছেন রায়গঞ্জ শহরের হাজার হাজার টোটো চালক । বন্ধ হয়ে গিয়েছে তাঁদের রুটি রুজির পথ । সবরকম যানবাহনের সঙ্গে বন্ধ হয়ে গিয়েছে টোটো চলাচল । পেটের দায়ে কিছু টোটো চালক রাস্তায় নামলেও পুলিশ নাকা চেকিংয়ের মাধ্যমে তাঁদের আটকে দিচ্ছে । ফলে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে রোজগার । এই অবস্থায় সংসার প্রতিপালন ও টোটো কেনার জন্য নেওয়া ঋণ পরিশোধ করতে পারছেন না তাঁরা । চরম সঙ্কটে দিন কাটাচ্ছেন রায়গঞ্জ শহরের টোটো চালকরা ।
রাজ্য সরকার 16 মে থেকে 30 মে পর্যন্ত কড়া বিধিনিষেধ জারি করেছে । বন্ধ করে দেওয়া হয়েছে সব রকম যানবাহন চলাচল । এতে সমূহ ক্ষতির মুখে পড়েছেন টোটো চালকরা । রায়গঞ্জ শহরে প্রতিদিন প্রায় চার হাজার টোটো চলাচল করে ৷ এই বিপুল সংখ্যক মানুষ পরিবার পরিজন নিয়ে কীভাবে সংসার চালাবেন, কীভাবেই বা ঋণ মেটাবেন তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন । সঞ্চিত কিছু অর্থ দিয়ে আপাতত সংসার চললেও বেশিদিন টানা সম্ভব হবে না । টোটো চালক সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসন ও রাজ্য সরকারের কাছে সাহায্যের কাতর আর্জি জানাচ্ছেন তাঁরা ৷