রায়গঞ্জ, 7 জুলাই : টোটো বাতিল করে ই-রিক্সা চালু করতে চলেছে প্রশাসন । এর প্রতিবাদে আজ রায়গঞ্জে প্রতিবাদ মিছিল করে BJP প্রভাবিত টোটো চালক শ্রমিক সংগঠন । সেই মিছিলে যোগ দেওয়ায় এক টোটো চালককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । রায়গঞ্জ পৌরস্ট্যান্ডের কাছে ঘটনাটি ঘটে । আক্রান্ত টোটো চালকের নাম বিপ্লব রজক ।
BJP-র মিছিলে যোগ দেওয়ায় টোটো চালককে মারধর, অভিযুক্ত তৃণমূল - Toto driver beaten
টোটো বাতিল করে ই-রিক্সা চালুর বিরুদ্ধে আজ পথে নামে রায়গঞ্জের BJP প্রভাবিত শ্রমিক সংগঠন।
টোটো নয়, শহরে চলবে ই-রিক্সা । এই সিদ্ধান্ত নিয়েছে রায়গঞ্জ পৌরসভা । টোটো চালকদের একাংশের অভিযোগ, লাখ লাখ টাকা ট্যাক্স নিয়ে টোটোর লাইসেন্স দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ । অথচ এখন তা তুলে দিয়ে ই-রিক্সা চালু করতে চলেছে প্রশাসন ।
এরই প্রতিবাদে আজ রায়গঞ্জ শহরে মিছিল করে BJP-র টোটো চালক সংগঠন । মিছিল কসবা মোড় থেকে শুরু হয়ে শিলিগুড়ি মোড়ে শেষ হয় । অভিযোগ, মিছিল সেরে টোটো চালক বিপ্লব রজক পৌরস্ট্যান্ডে এলে তাঁর পথ আটকায় তৃণমূলকর্মীরা । শুরু হয় মারধর । BJP কর্মীরা ঘটনাস্থানে এলে পালিয়ে যায় তারা । বিপ্লব রজককে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় । প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় । অভিযুক্ত তৃণমূলকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ।