রায়গঞ্জ, 18 জুলাই : কোরোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশই বাড়ছে উত্তর দিনাজপুর জেলায় । সংক্রমিত হচ্ছেন টোটো ও অটোচালকেরা। কোরোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন জেলা স্বাস্থ্যদপ্তর ও পৌর প্রশাসন। শহরের বাসিন্দা থেকে টোটো ও অটোচালকদের কোরোনা সংক্রমণের হাত থেকে রক্ষা করতে অভিনব উদ্যোগ নিল কালিয়াগঞ্জ পৌর প্রশাসন।
রায়গঞ্জে কোরোনায় আক্রান্ত হচ্ছেন টোটো ও অটোচালকরা - কালিয়াগঞ্জ পৌরসভা
কোরোনা সংক্রমণ রুখতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভা অভিনব উদ্যোগ নিল ৷ শনিবার থেকে আগামী সাতদিন শহরে চলাচলকারী সব ধরনের যানবাহনগুলিই জীবাণুনাশক স্প্রে দিয়ে স্যানিটাইজ় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
কোরোনা সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় সে কারণে কালিয়াগঞ্জ পৌরসভা শনিবার থেকে আগামী সাতদিন শহরে চলাচলকারী সমস্ত টোটো ও অটোরিকশাগুলি স্যানিটাইজ় করা শুরু করল। শুধু টোটো বা অটোরিকশাই নয় কালিয়াগঞ্জ শহরের উপর দিয়ে চলাচলকারী সব ধরনের যানবাহনগুলিই জীবাণুনাশক স্প্রে দিয়ে স্যানিটাইজ় করা হচ্ছে।
কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে স্যানিটাইজিং ক্যাম্পে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল, সমাজসেবী সুদীপ ভট্টাচার্য, চন্দন ঘোষ সহ অন্য ব্যক্তিবর্গ। কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল বলেন, কালিয়াগঞ্জ শহরকে সুরক্ষিত রাখতে আজ থেকে সাতদিন ব্যাপী শহরের সমস্ত টোটো, অটোরিকশা সহ অন্যান্য যানবাহনে সকাল 8 টা থেকে দুপুর 1 টা পর্যন্ত স্যানিটাইজ় করার কাজ চলবে৷।