পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"ছোটো হলেও আকর্ষণীয় মণ্ডপ হবে", খুঁটি পুজো করল রায়গঞ্জ সুদর্শনপুর সর্বজনীন - Raiganj sudarshanpur sarbojonin

সুদর্শনপুর সর্বজনীনের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন অন্যতম কর্মকর্তা নয়নবাবু । বরাবরই ভিন্ন স্বাদের থিম পুজো করে দর্শনার্থীদের মন জয় করে আসছে এই পুজো কমিটি ।

Aa
Aw

By

Published : Sep 21, 2020, 8:47 PM IST

রায়গঞ্জ, 21 সেপ্টেম্বর : আজ খুঁটি পুজো হল রায়গঞ্জ শহরের সুদর্শনপুর সর্বজনীনের । উপস্থিত ছিলেন পুজোর অন্যতম কর্মকর্তা তথা রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল নয়ন দাসসহ সুদর্শনপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও ।

চলছে খুঁটি পুজো

বরাবরই ভিন্ন রূপের বিশালাকার ও আকর্ষণীয় মণ্ডপ তৈরি করে দর্শনার্থীদের নজর কাড়ে রায়গঞ্জ শহরের অন্যতম বিগ বাজেটের সুদর্শনপুর সর্বজনীনের দুর্গাপুজো । কখনও মায়াপুরের ইস্কন মন্দিরের আদল আবার কখনও বা অক্ষরধাম মন্দিরের আদলে মণ্ডপ নির্মাণ করে রাজ্যের মধ্যে সেরা পুজোর তালিকায় জায়গাও করে নেয় । কিন্তু এবার পরিস্থিতিটা আলাদা । বাধ সেধেছে কোরোনা । সেই কারণে পুজো বাজেট অনেকটাই কাটছাঁট করতে হয়েছে ।

পুজো কমিটির কর্মকর্তা নয়নবাবু জানিয়েছেন, “সামাজিক দূরত্ব বিধি বজায় রাখার জন্য থাকছে না কোনও বড় আড়ম্বর । তবে ছোটো করে হলেও আকর্ষণীয় মণ্ডপ তৈরি করা হবে । মণ্ডপে প্রবেশের ক্ষেত্রে দর্শকদের জন্য স্যানিটাইজ়ারের ব্যবস্থা রাখা হচ্ছে । স্বেচ্ছাসেবক বাহিনী দিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখা হবে ।”

ABOUT THE AUTHOR

...view details