পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাস্তায় বামেরা, দেখা মিলল না কংগ্রেস কর্মীদের

হরতালের সমর্থনে শুক্রবার সকালে রায়গঞ্জের রাস্তায় নেমে নানা কর্মসূচি পালন করে সিপিএম৷ তবে পাশে ছিলেন কংগ্রেসের নেতাকর্মীরা৷ জোটসঙ্গীর অনুপস্থিতিতে কিছুটা হলেও হতাশ বামেরা৷

By

Published : Feb 12, 2021, 10:33 PM IST

wb_ndin_01_congress_support_on_strike_wb10021
হরতালের সমর্থনে রাস্তায় বামেরা, দেখা মিলল না কংগ্রেসের

রায়গঞ্জ, 12 ফেব্রুয়ারি: হরতালের যৌথ কর্মসূচিতে বামেদের পাশে দেখা গেল না জোটসঙ্গী কংগ্রেসকে৷ শুক্রবার 16টি বাম দল এবং ছাত্র পরিষদ ও যুব কংগ্রেসের ডাকা 12 ঘণ্টার হরতালের সমর্থনে সকাল থেকেই রাস্তায় নামে বামেরা৷ সিপিএমের পক্ষ থেকে রায়গঞ্জ শহরে মিছিলের পাশাপাশি জাতীয় সড়ক অবরোধ ও রেল রোকো কর্মসূচি পালন করা হয়৷ কিন্তু সেখানে কংগ্রেসের কোনও নেতাকর্মীকে দেখা যায়নি৷

সূত্রের খবর, সিপিএমের স্থানীয় নেতৃত্ব এদিনের কর্মসূচিতে জেলা কংগ্রেসকে পাশে পাবে বলেই আশা করেছিল৷ যদিও কংগ্রেসের অনুপস্থিতি সম্পর্কে তাঁদের কিছু জানা নেই বলেই জানিয়েছেন সিপিএমের উত্তর দিনাজপুরের জেলা সম্পাদক অপূর্ব পাল।

আরও পড়ুন:হরতালের সমর্থনে অরবিন্দ ভবনের ফটকে তালা বামপন্থী পড়ুয়াদের

অন্যদিকে কংগ্রেস নেতাদের দাবি, রাজ্য় নেতৃত্বের তরফে বার্তা আসতে রাত হয়ে যাওয়াতেই শুক্রবার পথে নামতে পারেননি তাঁরা৷ তবে হরতালে তাঁদের পূর্ণ সমর্থন রয়েছে৷ অন্তত এমনই জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি পবিত্র চন্দ।

ABOUT THE AUTHOR

...view details