রায়গঞ্জ, 8 অক্টোবর : নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরিকে ঘিরে বিক্ষোভ দেখালেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মী ও তৃণমূলের SC-ST সেলের সদস্যরা । আজ দেবশ্রী চৌধুরি গোয়ালপোখরে গেলে বিক্ষোভের মুখে পড়েন তিনি। এমনকী তাঁকে কালো পতাকাও দেখানো হয়।
কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরিকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের
যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, সাংসদ হওয়ার পর দেবশ্রী চৌধুরিকে এলাকায় দেখা যায়নি । সামনে ভোট তাই এখন তার দেখা মিলেছে। এলাকার বাসিন্দাদের ভোট নিয়ে সাংসদ হলেও তিনি এই এলাকার জন্য এখনও পর্যন্ত কিছু করেননি বলে অভিযোগ।
যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, সাংসদ হওয়ার পর দেবশ্রী চৌধুরিকে এলাকায় দেখা যায়নি । সামনে ভোট তাই এখন তার দেখা মিলেছে। এলাকার বাসিন্দাদের ভোট নিয়ে সাংসদ হলেও তিনি এই এলাকার জন্য এখনও পর্যন্ত কিছু করেননি বলে অভিযোগ। এমনকী লকডাউনের জন্য সমস্যায় পড়া সাধারণ মানুষের পাশেও দাঁড়াননি । অথচ ওই এলাকার বাসিন্দা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন। সেই কারণেই আজ কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় । যদিও দেবশ্রী চৌধুরি বলেন, এত বড় একটি লোকসভা, সাত মাস লকডাউনের পরিস্থিতি না থাকলে তিনি আরও আগেই আসতেন । যদিও রায়গঞ্জে বেশ কয়েকদিন থাকলেও তাঁকে বের হতে দেওয়া হয়নি।
তিনি বলেন, কেন্দ্রের মন্ত্রী হওয়ার জন্য তাঁকে গোটা দেশেই বিভিন্ন কাজে ছুটে বেড়াতে হয় । ফলে এখানে খুব কম সময়ের জন্যই তিনি আসেন । পাশাপাশি ওই এলাকায় পঞ্চায়েতে যাঁরা কাজ পাননি বলে অভিযোগ পেয়েছেন তার জন্য রাজ্য সরকারের ব্যার্থতাকেই দায়ি করেছেন তিনি । এমনকী তাঁকে এলাকায় দেখতে না পেয়ে অনেক BJP কর্মী তৃণমূলে চলে গেছে বলে যে শোনা যাচ্ছে তার উত্তরে তিনি বলেন ,"যারা তৃণমূল কংগ্রেসে যায় তারা আমাকে দেখতে না পাওয়ার কারণে অন্য দলে যোগদান করবে এমনটা নয়।"