রায়গঞ্জ, 8 জুলাই: পাটখেত থেকে এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের হেমতাবাদ থানার ধোয়ারই গ্রামে । মৃত ব্যক্তির নাম নারায়ণ সরকার (55) ৷ তিনি হেমতাবাদ থানার গিয়াশিল গ্রামের বাসিন্দা ছিলেন । শনিবার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, হেমতাবাদ থানার ধোয়ারই গ্রামের বাসিন্দা নারায়ণ সরকার গত 10 বছর আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন । এ বারের হেমতাবাদ গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মজিবুর রহমানের পোলিং এজেন্ট ছিলেন তাঁর ছেলে বিপ্লব সরকার । শনিবার সকালে নারায়ণ সরকার ভোট দেওয়ার জন্য গিয়াশিল প্রাইমারি স্কুলে গিয়েছিলেন ।
অভিযোগ, তারপর থেকে আর তাঁর দেখা পাওয়া যায়নি । দুপুরের পরে হেমতাবাদ থানার ধোয়ারই গ্রামের একটি পাঠখেতে তাঁর দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা । এই খবর জানাজানি হতেই আশপাশ থেকে ছুটে আসেন বহু মানুষ । খবর দেওয়া হয় হেমতাবাদ থানায় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হেমতাবাদ থানার পুলিশ । ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।