রায়গঞ্জ, 27 অক্টোবর : জল্পনা শেষে বুধবার তৃণমূলে ফিরেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani) ৷ বুধবার দক্ষিণ কলকাতার একটি হোটেলে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) হাত থেকে দলীয় পতাকা তুলে নেন কৃষ্ণ ৷ তাঁর তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় আনন্দে মেতে উঠলেন কর্মী-সমর্থকরা ।
একমাস আগেই বিজেপি ছেড়েছিলেন কৃষ্ণ । তৃণমূলে যোগদান নিয়ে জোর জল্পনা চলছিলই ৷ বুধবার তার অবসান হল ৷ তাঁর দলবদলে উত্তর দিনাজপুর জেলার 9টি বিধানসভা আসনই তৃণমূলের দখলে এল ৷ এই জেলায় দু'টি আসন পেয়েছিল বিজেপি । একটি কালিয়াগঞ্জ এবং অপরটি রায়গঞ্জ । আগেই কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন । বুধবার তৃণমূলে ফিরলেন রায়গঞ্জের বিধায়কও ।
বাবা দীনদয়াল কল্যাণী একসময় তৃণমূল কংগ্রসের কাউন্সিলর ছিলেন । তাঁরই ছেলে বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণীও তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সদস্য ছিলেন । একুশের বিধানসভা নির্বাচনের মাস তিনেক আগে বিজেপি সাংসদ অর্জুন সিং এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর হাত ধরে এক বিশাল সমাবেশের মাধ্যমে বিজেপিতে যোগদান করেছিলেন কৃষ্ণ কল্যাণী । বিজেপি থেকে রায়গঞ্জ বিধানসভা আসনে তাঁকে প্রার্থী করে বিজেপি । বিজেপির জয়ী বিধায়কদের মধ্যে অন্যতম একজন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী । এরপরই রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী এবং জেলা বিজেপির সঙ্গে মনোমালিন্য শুরু হয় তাঁর ৷ 1 অক্টোবর বিজেপি ছাড়েন ।