রায়গঞ্জ, 16 সেপ্টেম্বর : উত্তর দিনাজপুর জেলার নয়টি বিধানসভা কেন্দ্রই তৃণমূল কংগ্রেসের দখলে থাকবে । এমনই দাবি করলেন চোপড়ার বিধায়ক গোলাম রব্বানি । গতকাল হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের চৈনগর এলাকায় একটি কর্মসূচিতে আসেন তিনি । গোলাম রব্বানি বলেন, " রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখেই বিভিন্ন দল থেকে লোক তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন । লোকসভায় জেতার পর রায়গঞ্জের সাংসদের দেখা নেই । লোকসভা নির্বাচনে আগে আমি বলেছিলাম যে জেতার পর মহম্মদ সেলিম, দীপা দাশমুন্সী বা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরি একজনকেও দেখা যাবে না । শুধু কানাইয়ালাল আগরওয়ালকে সব জায়গায় দেখা যাবে। "
উত্তর দিনাজপুরের সবকটি বিধানসভা তৃণমূলের দখলে থাকবে : গোলাম রব্বানি - Uttar Dinajpur
মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের 1 নং চৈনগর অঞ্চল আয়োজিত হয় তৃণমূলের কর্মিসভা।
জেলায় 2021 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দল ছোটো ছোটো কর্মিসভার আয়োজন করছে । সেইমতোই মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের 1 নম্বর চৈনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস কর্মিসভার আয়োজন করে । গতকাল গোলাম রাব্বানি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা যুব তৃণমূল সভাপতি গৌতম পাল, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায়, জেলা পরিষদের সদস্যা পম্পা পাল সহ অঞ্চল ভিত্তিক তৃণমূল নেতৃত্ব।
সভায় উপস্থিত তৃণমূল নেতৃত্ব বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন। সভা শেষে বিভিন্ন রাজনৈতিক দল থেকে হাজারের বেশি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব ।