রায়গঞ্জ, 3 এপ্রিল: শুধু কৃষ্ণ কল্যাণী নয়, সারা দেশের বিরোধী দলের উপরই রাষ্ট্রশক্তির অপব্যবহার চলছে। বুধবার যখন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে আয়কর বিভাগ এবং ইডির আধিকারিকরা, তখনই কেন্দ্রের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ৷ দলের তরফে অভিযোগ করা হয়েছে, বিরোধী দলের নেতাদের ভয় দেখাতেই এই ভাবে এজেন্সিকে কাজে লাগাচ্ছে কেন্দ্র ৷
বুধবার সকালেই একযোগে রাজ্যের একাধিক জায়গায় হানা দেয় আয়কর বিভাগের আধিকারিকরা ৷ জানা গিয়েছে, সেই হানায় আয়কর অফিসারদের সঙ্গে ছিলেন ইডি আধিকারিকরাও ৷ বিধায়কের বাড়ি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রাখে এবং ভিতরে তল্লাশি অভিযান চালায় ইডি এবং আয়কর দফতরের অফিসেররা ৷ শুধু কৃষ্ণ কল্যাণীর বাড়ি নয়, তাঁর অফিসেও এদিন পৌঁছে যায় ইডি ৷ বিধায়কের বাড়িতে ইডি এবং আয়কর দফতর পৌঁছতেই ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের জেলা নেতৃত্ব ৷ দলের অভিযোগ, শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশের বিরোধী দলের বিরুদ্ধেই এই ধরনের চক্রান্ত শুরু হয়েছে। জেলা তৃণমুল কংগ্রেসের সহ-সভাপতি অরিন্দম সরকার জানান, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী একজন শিল্পপতিও। তাঁর কথায়, "তিনি একজন বাবসায়ী এবং সমাজসেবী। সাধারণ মানুষ আজ ভীত। ব্যাবসায়ীদের পাশাপাশি রাজনৈতিক নেতা-নেত্রীরাও ভীত, সন্ত্রস্ত ৷ এই সব এজেন্সিকে ব্যবহার করে মিথ্যা মামলায় ধরে নেবে এই ভয়ে আছেন সকলে।"
তৃণমূলের নেতাদের দাবি, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। দলের কর্মীরাও এই আন্দোলনে সামিল হয়েছেন। তবে কৃষ্ণ কল্যাণীর বাড়িতে কোন এজেন্সি তদন্ত করছে, তার কোনও নির্দিষ্ট তথ্য এখনও দলের জেলার নেতাদের কাছে নেই বলেও জানাচ্ছেন জেলা সহ-সভাপতি অরিন্দম সরকার। এমনকী কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা দলের কার্যালয়েও তালা ঝুলিয়ে গিয়েছেন বলে অভিযোগ করেন তৃনমূল কংগ্রেস নেতা অরিন্দম সরকার। এদিনই কালিয়াগঞ্জের দুটি জায়গায় আয়কর দফতরের পাশাপাশি তল্লাশি চালাচ্ছে ইডিও।