রায়গঞ্জ,3 জুন : প্রয়োজনের সময় BJP সাংসদকে পাওয়া যাচ্ছে না রায়গঞ্জে। অভিযোগ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়াল। তাঁর দাবি, “যে সময় জেলায় একজনও করোনা আক্রান্ত ছিলেন না। তখন সাংসদ এসে মানুষের মধ্যে সামাজিক দূরত্ব ভুলে গিয়ে মাক্স বিতরণ করছিলেন। শুধুমাত্র নিজের প্রচারের কারণেই এই কাজ করেছেন তিনি। তবে বর্তমানে দিনে দিনে কোরোনা আক্রান্তের সংখ্যা জেলায় বাড়ছে। এই প্রয়োজনীয় সময়ে কোনভাবেই BJP সাংসদের দেখা নেই জেলায়।” যদিও কানাইয়ালাল আগরওয়ালের বিবৃতিতে কান দিতে নারাজ সাংসদ দেবশ্রী চৌধুরি । তাঁর দাবি, “কানাইয়ালাল আগরওয়াল এবং তাঁর দল ধীরে ধীরে রাজ্য রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে উঠছে। তাই নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার তাগিদে মাঝেমধ্যে প্রলাপ বকছেন ।”
বুধবার রায়গঞ্জের দলীয় কার্যালয়ে বসে উত্তর দিনাজপুরের জেলা সভাপতি সাংবাদিক সম্মেলন করেন। কোরোনা ভাইরাস মোকাবিলা এবং আমফান মোকাবিলায় রাজ্য সরকার কী কী প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে তিনি সাংবাদিকদের জানান। এর পাশাপাশি জেলার বর্তমান পরিস্থিতি নিয়ে কীভাবে প্রশাসন লড়ে যাচ্ছে সে সম্পর্কেও তথ্য আদান প্রদান করেন। তাঁর দাবি, জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর অতি সক্রিয়ভাবে এই বিপর্যয়গুলি মোকাবিলার জন্য এগিয়ে এসেছে । তাই জেলায় প্রচুর পরিমাণে পরিযায়ী শ্রমিক আসলেও সমস্যা সেই অর্থে হচ্ছে না। এর পাশাপাশি কোয়ারানটিন সেন্টারগুলোতেও যথেষ্ট সুযোগ সুবিধার রাজ্য সরকার রেখেছে। মানুষের এই অসময়ে রাজ্য সরকার দুহাতে ত্রাণ বিলি করছে। যার ফলে এখনও পর্যন্ত কারও না খেয়ে থাকার খবর আসেনি।