রায়গঞ্জ, 15 জুন:জোড়া উত্তাপে ফুটছে রাজ্য ৷ একদিকে সূর্যের উত্তাপ আর অন্যদিকে নির্বাচনী উত্তাপ ৷ এমনই আবহে বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সিপিএম ও কংগ্রেস কর্মীদের উপর হামলা হয় বলে অভিযোগ ৷ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই কর্মীর ৷ ঘটনায় জখম হন আরও কয়েকজন কর্মী ৷ এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী । এই প্রসঙ্গেই বিধায়ক জানিয়েছেন, চোপড়া ঘটনায় তিনি মর্মাহত । অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন বিধায়ক ।
এই খুনের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ইসলামপুর থানার সামনে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয় ৷ অবরোধ ও বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সিপিএম নেতা-কর্মীরা বচসায় জড়িয়ে পড়েন । ইসলামপুর থানার পুলিশ বেশ কয়েকজন সিপিএম নেতা কর্মীকে আটক করে অবরোধ তুলে দেয় ।
এদিকে, চোপড়া খুনের ঘটনা প্রসঙ্গে বিকেলে সমবেদনা জানান ইসলামপুরের তৃনমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক করিম চৌধুরী ৷ জানান, চোপড়ার ঘটনা জেনে তিনি মর্মাহত । তিনি এই ঘটনাটি ভালো চোখে দেখছেন না । চোপড়া ঘটনা কেন ঘটল সেই বিষয়টি রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, তৃনমূল কংগ্রেসে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সর্বপরি চোপড়ার বিধায়ক হামিদুল রহমান পরিস্কার করে বলতে পারেন বলে দাবি ইসলামপুরের বিধায়কের ৷