পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

MLA Boycott Mamata Meeting: কালীঘাটে মমতার বৈঠক এড়ালেন বিদ্রোহী আবদুল ! - ইসলামপুর

পঞ্চায়েত নির্বাচনের আগে শুক্রবার কালীঘাটের বাড়িতে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই বৈঠকে কেন গরহাজির থাকলেন ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরী (MLA Boycott Mamata Meeting) ?

TMC MLA Abdul Karim Chowdhury Boycotts Mamata Banerjee meeting at Kalighat
ফাইল ছবি

By

Published : Mar 17, 2023, 6:49 PM IST

বিধায়কের অনুযোগ

ইসলামপুর, 17 মার্চ:মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বৈঠক বয়কট করলেন ইসলামপুরের বিধায়ক তথা প্রবীণ তৃণমূল নেতা আবদুল করিম চৌধুরী (MLA Boycott Mamata Meeting) ! তাঁর বক্তব্য, বৈঠকে গিয়ে কী হবে ? কোনও কথাই তো শোনা হয় না ! যা বলার সুব্রত বক্সি বলবেন ! তাছাড়া, শুক্রবারের বৈঠকের উপস্থিত থাকার জন্য তাঁর কাছে আনুষ্ঠানিকভাবে কোনও আমন্ত্রণপত্র বা বার্তাও পাঠানো হয়নি বলে দাবি করেছেন তৃণমূলের এই 'বিদ্রোহী' বিধায়ক (Abdul Karim Chowdhury) ৷

উল্লেখ্য, শুক্রবার দুপুরে কালীঘাটের বাসভবনে জরুরি বৈঠক ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সেই বৈঠকে দলের বিভিন্ন স্তরের সাংগঠনিক নেতা-নেত্রী, বিধায়ক ও সাংসদদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয় ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে এদিনের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে দাবি সংশ্লিষ্ট মহলের ৷ অথচ, সেই বৈঠকেই গরহাজির থাকলেন আবদুল করিম চৌধুরী ৷

এদিন এ নিয়ে বিধায়ককে প্রশ্ন করা হলে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দেন ইসলামপুরের বিধায়ক ৷ তিনি জানান, এদিনের বৈঠকে যোগ দেওয়ার জন্য দলের তরফ থেকে কোনও পরিচিত নেতা তাঁকে ফোন করেননি ৷ তবে, ফোন একটি এসেছিল ৷ সেটি করেছিলেন কোনও 'অপরিচিত' ব্যক্তি ৷ তিনি বিধায়ককে কালীঘাটের বৈঠকে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেন ৷ কিন্তু, পরিচয় না-থাকায় বিধায়ক ওই ব্যক্তির সঙ্গে নিজে কথা বলেননি ৷ বদলে তাঁর ছেলে কথা বলেন ৷

আরও পড়ুন:'বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে বলতে পারেন', মুখ্যমন্ত্রীকে বার্তা আবদুল করিমের

আবদুলের আক্ষেপ, পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি রাজনীতি করছেন ৷ বছরের পর বছর নির্বাচিত জনপ্রতিনিধির দায়িত্ব সামলেছেন ৷ অথচ, আজ সুব্রত বক্সির মতো নেতারা তাঁকে বোঝান, 'দল বড়, ব্যক্তি বড় নয়' ৷ আবদুল জানান, তাঁর এলাকায় এমন ব্যক্তিকে সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি 'সন্ত্রাসবাদী' ! দলে এর প্রতিবাদ করা হলে সুব্রত বক্সি পালটা তাঁকে ইস্তফা দেওয়ার পরামর্শ দেন বলেও অনুযোগ করেছেন ইসলামাবাদের বিধায়ক ৷ যদিও তাঁর সাফ কথা, বিধায়ক হিসাবে সংগঠনে থেকেই এলাকার পঞ্চায়েত ভোটের গুরুদায়িত্ব সামলাবেন তিনি ৷ তাতে যদি আগামী দিনে দল তাঁকে নির্বাচনের টিকিট না দেয়, তাতেও তাঁর কিছু যায় আসে না !

ABOUT THE AUTHOR

...view details