রায়গঞ্জ, 5জুলাই : বন্যা দুর্গতদের জন্য ত্রান শিবির খোলা,পানীয়জল এবং খাদ্যসামগ্রী বিতরণ করাশুরু করেছিল আগেই । এবার দুর্গতদের কাছে পৌঁছে তাদের পরিস্থিতি খতিয়ে দেখলেনতৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ । কুলিক নদীর জল ও বৃষ্টির জলেপ্লাবিত এলাকা এবং রায়গঞ্জ শহরের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান রায়গঞ্জ পৌরসভারচেয়ারম্যান সন্দীপ বিশ্বাস,চেয়ারম্যান ইন কাউন্সিল সাধন কুমার বর্মণ,রতন মজুমদার,বরুণ বন্দ্যোপাধ্যায়-সহ প্লাবিতওয়ার্ডগুলির স্থানীয় কাউন্সিলররা এবং পৌরসভার স্বাস্থ্য ও ত্রান বিভাগেরআধিকারিকেরা ।
রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ খতিয়ে দেখলেন বন্যা দুর্গতদের অবস্থা
বন্যাদুর্গতদের অভাব অভিযোগ শুনতে এবং পরিস্থিতি খতিয়ে দেখতে আজ ত্রাণশিবিরে রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ যায় ।
কয়েক দিন ধরে চলা একটানা প্রবল বৃষ্টিতে কুলিক নদীর জল বেড়ে গিয়েপ্লাবিত হয়েছে রায়গঞ্জ শহরের পৌরসভার ৭,৮,৯,১২,১৪,১৬ নাম্বার ওয়ার্ড । রায়গঞ্জ পৌরসভারচেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন,“জেলা সেচ বিভাগ,জেলা প্রশাসন দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে । সব সময় পাশে রয়েছরায়গঞ্জ পৌরসভা পরিবার ।”
দুর্গতরা জানিয়েছেন, “চেয়ারম্যান ও কাউন্সিলররাএসে পরিস্থিতি দেখে গিয়েছেন এবং ত্রান-সাহায্য দেওয়ার জন্য স্লিপ দিয়ে গেছেন ।”আগের চাইতে এলাকাগুলিতে ঢুকে পড়া জল একটু কমেছে বলে জানিয়েছেন বন্যা কবলিতদুর্গত বাসিন্দারা ।