পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপির চক্রান্তে খুন হয়েছেন গঙ্গারামপুরের তৃণমূল নেতারা : ফিরহাদ - বিজেপির চক্রান্তে খুন হয়েছেন গঙ্গারামপুরের তৃণমূল নেতারা, বললেন ফিরহাদ

ফিরহাদ হাকিম বলেন, পুলিশকে ঘটনার তদন্ত করতে বলা হয়েছে । পুলিশ বিস্তারিত রিপোর্ট পেলেই পরিষ্কার হয়ে যাবে ।

TMC leaders of Gangarampur have been killed in a BJP conspiracy
TMC leaders of Gangarampur have been killed in a BJP conspiracy

By

Published : Jan 19, 2021, 10:04 PM IST

রায়গঞ্জ, 19 জানুয়ারি : "দুষ্কৃতীদের গুলিতে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ দু'জন তৃণমূল নেতার খুনের ঘটনা গোষ্ঠীদ্বন্দ নয়, বিজেপির চক্রান্ত । পুলিশকে ঘটনার তদন্ত করতে বলা হয়েছে । পুলিশ বিস্তারিত রিপোর্ট পেলেই পরিষ্কার হয়ে যাবে ।" রায়গঞ্জে দলীয় কর্মসূচি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেলেন ফিরহাদ হাকিম ।

খেজুরিতে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ উঠেছে ৷ সেই প্রসঙ্গে পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী বলেন, "তৃণমূল কংগ্রেস সভা-সমিতি করে, বিবাদে থাকে না ।"

আরও পড়ুন: চোরের চোখে সবাই চোর !

ফিরহাদ আরও বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নন্দীগ্রামে যে সভা করেছেন তাতে যে জনপ্লাবন হয়েছে, তা দেখে অনেকেই ভীত হয়েছেন । " যদিও শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলে চ্যালেঞ্জ করেছেন ৷ উত্তরে ফিরহাদ হাকিমের কটাক্ষ, "পাগলে কি না বলে ছাগলে কি না খায় ! ওর অবস্থা এখন ডিভোর্সির মতো । ডিভোর্সের আগে শ্বশুরবাড়ির সব ভালো লাগে আর ডিভোর্সের পরে শ্বশুরবাড়ির সব খারাপ হয়ে যায় । "

শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে ফিরহাদ হাকিম আরও বলেন, "ওর জন্য খারাপ লাগছে এত ! অল্প বয়সে রাজনীতি ছেড়ে দিতে হবে ।"

ABOUT THE AUTHOR

...view details