পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়গঞ্জ বিধানসভার 15000 মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিলির কাজ শুরু তৃণমূল নেতার - releif goods distributed raiganj assembly

লকডাউনে খাদ্য সংকটের মধ্যে থাকা দুস্থ মানুষগুলির পাশে দাঁড়নোর জন্য আজ থেকে ত্রাণসামগ্রী বিলির কাজ শুরু করলেন তৃণমূল নেতা অরিন্দম সরকার ৷ রায়গঞ্জ বিধানসভার 118 টি বুথে পাঁচ দিন ধরে এই সামগ্রী 15000 মানুষের মধ্যে তুলে দেওয়া হবে বলে জানান তিনি ৷

Arindam Sarkar
অরিন্দম সরকার

By

Published : Apr 7, 2020, 5:55 PM IST

রায়গঞ্জ, 7 এপ্রিল : রায়গঞ্জ বিধানসভার পাঁচটি অঞ্চলের 118টি বুথে পাঁচ দিন ধরে ত্রাণ বিলির কাজ শুরু করলেন তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের জেলা সভাপতি তথা রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার । 80 হাজার কিলো চাল , 35 হাজার কিলো আলু , 10 হাজার কিলো নুন, 30000টি সাবান বিলি করার কাজ শুরু হবে ৷ ওই সকল অঞ্চলের গরিব মানুষের মধ্যে এই সামগ্রী বিতরণ করা হবে । লকডাউনের সময় গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অরিন্দম সরকার । সেই মতে আজ দুপুরে 24টি ছোটো গাড়ি ভরতি সামগ্রী নিয়ে নিজেই রায়গঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকায় বিলি করতে যান ।

দেশজুড়ে লকডাউন চলার জন্য বর্তমানে সমস্যায় পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ । দিনমজুর থেকে শুরু করে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষের খাবার সামগ্রী জোগাড় করতে মাথার ঘাম পায়ে পড়ছে । লকডাউন যতদিন চলবে সমস্যা আরও বাড়বে । তবে কোরোনাভাইরাস মোকাবিলায় একজোট হয়ে লকডাউন প্রক্রিয়াকে সফল করতেও পিছিয়ে নেই তাঁরা । তাই এই কঠিন সময়ে এগিয়ে এসেছেন অরিন্দম বাবু । রায়গঞ্জ বিধানসভা এলাকার 118 টি বুথকে চিহ্নিত করে সেখানকার খেটে খাওয়া মানুষের তালিকা তৈরি করেছেন তিনি । এই বিষয়ে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মানস ঘোষের সাহায্য নিয়েছেন তিনি । এরপরই মোট 15 হাজার মানুষকে সাহায্য দেওয়ার কথা চিন্তা ভাবনা করেন তিনি । সব মিলিয়ে 80 হাজার কিলো চালসহ বাকি সামগ্রী জোগাড় করে আজ বিভিন্ন অঞ্চলের নাম লিখে ছোটো ছোটো গাড়িতে বস্তাবন্দি করা ত্রাণ সামগ্রী নিয়ে তিনি বেরিয়ে পড়েন । বিভিন্ন জায়গায় জমায়েত এড়াতে এক একটি গাড়ির সঙ্গে দুই থেকে তিন জন দলীয় কর্মীকে রেখেছেন । তাঁরা বাড়ি বাড়ি গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখেই খাদ্য সামগ্রী বণ্টনের কাজ করছেন । যাতে কোনওভাবেই ত্রাণসামগ্রী নিতে জমায়েত না হয় , সেদিকে খেয়াল রাখছেন তিনি । শুধুমাত্র এখন নয়, আগামীতেও যদি কোনও সাহায্যের প্রয়োজন হয়, তাহলেও তিনি এগিয়ে আসবেন বলে জানান ৷

তিনি বলেন , "লকডাউনকে সফল করতে আমাদের দলীয় নেত্রী দিন-রাত কাজ করে চলেছেন । তাঁর দেখানো পথে আমরা হাঁটার চেষ্টা করছি । রায়গঞ্জ বিধানসভা এলাকার 118 টি বুথকে চিহ্নিত করে সেখানকার 15 হাজার মানুষকে ত্রাণ সামগ্রী বিলি করার কাজ আজ থেকে শুরু হল । আগামী পাঁচ দিন পর্যন্ত একই ভাবে সমস্ত বুথের 15 হাজার মানুষকে আমরা ত্রাণসামগ্রী দেব । এক একটি পরিবারকে 5 কেজি করে চাল , 2 কেজি করে আলু , হাফ কেজি নুন ও একটি করে সাবান দিচ্ছি । আগামীতে যদি তাদের কোনও সাহায্যের প্রয়োজন হয় , তবে আমরা এগিয়ে আসব ।"

ABOUT THE AUTHOR

...view details