রায়গঞ্জ, 24 মে :পরিবারের লোকেরা রাস্তায় ফেলে রেখে গিয়েছে অশীতিপর অসুস্থ বৃদ্ধাকে ৷ তাঁকে রাস্তা থেকে তুলে এনে হাসপাতালে ভর্তি করে এবং খাদ্যসামগ্রী ও ওষুধপত্র দিয়ে সহযোগিতা করলেন এক তৃণমুল নেতা । রায়গঞ্জ ব্লকের মহারাজা হাট গ্রামে স্থানীয় তৃণমূল নেতা ছোটন চট্টোপাধ্যায় ও তাঁর অনুগামীদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা । অসুস্থ অসহায় বৃদ্ধা এখন রায়গঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন । তাঁর বাড়ির ঠিকানা বা আত্মীয় পরিজনদের কথা কিছুই বলতে পারছেন না । এই অবস্থায় বৃদ্ধাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সংবামাধ্যমের দ্বারা তাঁর পরিবারের কাছে আবেদন জানিয়েছেন ছোটন ৷
রায়গঞ্জ ব্লকের মহারাজা হাট এলাকায় গ্রামীণ সড়কের ধারে দুদিন ধরে পড়ে কাতরাচ্ছিলেন আশপাশের গ্রামেরই এক অশীতিপর অসুস্থ বৃদ্ধা । বৃদ্ধা অস্পষ্ট ভাষায় জানাতে পেরেছিলেন যে, তাঁকে অভাবের তাড়নায় খাওয়াতে পারবে না দেখে তাঁর পরিবারের লোকেরা তাঁকে রাস্তায় ফেলে দিয়ে গিয়েছে । এই খবর জানতে পেরেই এলাকায় ছুটে যান মহারাজা হাট এলাকার স্থানীয় তৃণমুল নেতা ছোটন চট্টোপাধ্যায় ও তাঁর অনুগামীরা । রাস্তা থেকে সেই বৃদ্ধাকে তুলে এনে তাঁর পরিচর্যা করে তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করে দেন রায়গঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ।