রায়গঞ্জ, 28 মে : কোরোনা মোকাবিলায় লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই পুলিশ অধিকারিক থেকে শুরু করে নিচুতলার পুলিশকর্মীরা পালন করে চলেছেন কর্তব্য । সেই পুলিশকর্মীদের কথা মাথায় রেখে তাঁদের হাতে 50 টি PPE, স্যানিটাইজ়ার, থার্মাল গানসহ অন্য সামগ্রী তুলে দিলেন উত্তর দিনাজপুরের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম পাল। তিনি প্রায় 600 পুলিশকর্মীর হাতে সামগ্রী তুলে দেন ৷
কোরোনা : ইটাহারে পুলিশকর্মীদের একাংশের হাতে PPE কিট, স্যানিটাইজ়ার তুলে দিলেন তৃণমূল নেতা
কোরোনার সংক্রমণ বাড়ছে ৷ তার মধ্যেও পুলিশকর্মীরা কাজ করে যাচ্ছেন ৷ তাই সুরক্ষার কথা মাথায় রেখে ইটাহারের পুলিশকর্মীদের একাংশের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন তৃণমূল নেতা ৷
ইটাহার থানার পুলিশকর্মীদের পাশাপাশি সিভিক ভলান্টিয়ারদের হাতেও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় । প্রায় 550 থেকে 600 নিরাপত্তারক্ষীকে প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয় । এই বিষয়ে গৌতম পাল জানিয়েছেন, “জীবনের ঝুঁকি নিয়ে কোরোনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন পুলিশকর্মীরা । তাঁদের উৎসাহ জোগাতে ও সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হল ।”
প্রয়োজনীয় সামগ্রী মেলার পর ইটাহার থানার OC অভিজিৎ দত্ত জানান, "সারাদেশ জুড়ে কোরোনার পরিস্থিতি খুবই জটিল পর্যায়ে এগোচ্ছে । এই পরিস্থিতিতেও আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন গৌতমবাবু । এতে আমরা খুবই আনন্দিত, ওঁকে স্বাগত জানাই ।"