পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Leader Accused of Beating Mother: জমি হাতিয়ে মাকে মারধর ! বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে - উত্তর দিনাজপুরের খবর

মায়ের জমি হাতিয়ে নিয়ে মাকে (Son Beats Mother) মারধর করে বাড়ির থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে (TMC Leader Accused of Beating Mother)৷ অভিযুক্ত ছেলে রায়গঞ্জে (North Dinajpur News) তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ।

TMC Leader Accused of Beating Mother ETV Bharat
মাকে মারধরের অভিযোগ

By

Published : Jan 20, 2023, 1:12 PM IST

Updated : Jan 20, 2023, 6:52 PM IST

মাকে মারধরের অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে

রায়গঞ্জ, 20 জানুয়ারি: মায়ের জমি হাতিয়ে নিয়ে মাকে মারধর (Son Beats Mother) করে বাড়ির থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির বিরুদ্ধে (TMC Leader Accused of Beating Mother)। অসহায় মা তাঁর মেজো মেয়ে মানোয়ারা বিবির কাছে প্রায় আড়াই বছর ধরে থাকছেন ।

ঘটনাটি ঘটেছে করণদিঘি (North Dinajpur News) ব্লকের লাহুতারা 1 নং গ্রাম পঞ্চায়েতের সাবধান এলাকার মেহেন্দাবাড়ি গ্রামে । এই ঘটনায় মা ফুজলাতুন বেওয়া করণদিঘি থানায় অভিযোগ দায়ের করলেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ ৷ ছেলের শাস্তির দাবি জানানোর পাশাপাশি সুস্থ ভাবে নিজের বাড়িতে যাতে থাকতে পারেন, তার ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন ফুজলাতুন বেওয়া ।

করণদিঘি ব্লকের লাহুতারা 1 নং গ্রাম পঞ্চায়েতের সাবধান এলাকার মেহেন্দাবাড়ি গ্রামের বাসিন্দা রুস্তম আলি । তিনি করণদিঘি ব্লকের লাহুতারা 1 নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি । 2015 সালে রুস্তম আলির বাবা মোগবুল হাজির মৃত্যু হয় ৷ এর পর মা ফুজলাতুন বেওয়ার জমি হাতিয়ে নেওয়ার জন্য মায়ের মানসিক অত্যাচার করার পাশাপাশি তাঁকে রুস্তম মারধরও করতেন বলে অভিযোগ ।

কিছুদিন পর মায়ের জমিটি হাতিয়ে নিয়ে তাঁকে রুস্তম বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ করেছেন তাঁর মা । তখন ফুজলাতুন বেওয়া পাশের গ্রাম মাছমারিতে তাঁর মেজো মেয়ে মানোয়ারা বিবির কাছে গিয়ে থাকতে শুরু করেন । প্রায় আড়াই বছর ধরে ওই মেয়ের কাছেই থাকছেন তিনি ৷

তিনি জানিয়েছেন, "ছেলে রুস্তম আলি আমাকে খেতে দিত না ৷ মারধর করত জমি নেওয়ার জন্য । স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে করণদিঘি থানাতেও ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি । কিন্তু পুলিশ কিছু কাজ করছে না । আমি করণদিঘি থানায় অনেকবার যাওয়ার পরেও কোনও সুরাহা হয়নি ৷" পাশাপাশি তিনি আরও বলেন, "আমি ছেলের উপযুক্ত শাস্তি চাই আর আমি যেন আমার স্বামীর ভিটেয় ফিরে গিয়ে ভালোভাবে থাকতে পারি, সেটাই সবার কাছে অনুরোধ করছি ।"

আরও পড়ুন:ফের হুগলির এক তৃণমূল নেতার বাড়িতে ইডির হানা

অন্যদিকে, ফুজলাতুন বেওয়ার মেজো মেয়ে মানোয়ারা বিবি জানিয়েছেন, তাঁর ভাই রুস্তম আলি জমির জন্য মাকে মারধর করত । পরে মায়ের কাছ থেকে জমি হাতিয়ে নিয়ে মাকে বাড়ির থেকে বের করে দেয় ভাই । ভাইয়ের শাস্তির দাবি জানিয়েছেন মানোয়ারা বিবি ।

যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রুস্তম আলি ৷ তিনি বলেন, "আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার পুরোটাই ভিত্তিহীন । আমি মাকে মারধর করে বের করিনি । বাবা-মা দুজন মিলে বোনদের জমি লিখে দিয়েছে বলে লজ্জায় মা বোনের বাড়িতে থাকছেন । আমি আর আমার ছেলে মাকে অনেকবার আনতে গিয়েছিলাম ৷ মা আমার সঙ্গে আসেননি ৷"

অন্যদিকে করণদিঘি ব্লক সভাপতি সুভাষচন্দ্র সিনহা জানিয়েছেন, "এই ঘটনায় কেউ আমার কাছে অভিযোগ করেনি । অভিযোগ করলে আমি স্থানীয় নেতৃত্বদের সঙ্গে নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব ৷"

Last Updated : Jan 20, 2023, 6:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details