পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Inner Clash in Raiganj: পঞ্চায়েত নির্বাচনের আগেই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও দিন এগিয়ে আসছে ৷ আর ততই উত্তপ্ত হচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকা ৷ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের চোপড়া গ্রামপঞ্চায়েতের মেরধা বস্তি এলাকায় তৃণমূলের টিকিট পাওয়া নিয়ে গোলমাল বাধল (TMC Inner Conflict in Raiganj) ৷

TMC Innerclash
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

By

Published : Mar 25, 2023, 1:49 PM IST

পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাওয়া নিয়ে রায়গঞ্জের চোপড়ায় তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব

রায়গঞ্জ, 25 মার্চ: পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসতেই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ উত্তর দিনাজপুরে রায়গঞ্জের চোপড়া গ্রামপঞ্চায়েতের মেরধা বস্তি গ্রামে ধুন্ধুমার কাণ্ড বাধল শাসক দলের দুটি গোষ্ঠীর মধ্যে ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিট কে পাবে ? এ নিয়েই গোলমালের সূত্রপাত ৷ যদিও তৃণমূলের একটা অংশের দাবি, বর্তমানে মেরধা বস্তি গ্রামের গ্রামপঞ্চায়েত এক সদস্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তৈরি করতে 30 হাজার টাকা দাবি করেছিল ৷ সেই টাকা না-দেওয়াতে এক টোটোচালককে গাড়ি দাঁড় করিয়ে মারধরের অভিযোগ মেরধাবস্তি গ্রামের তৃণমূল মেম্বারের স্বামীর বিরুদ্ধে (TMC Inner Clash) ৷

এই ঘটনাকে কেন্দ্র করে টায়ার জ্বালিয়ে রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূলের অপর গোষ্ঠী ৷ রাজাবুদ্দিন নামে এক টোটোচালককে চোপড়া কলেজের সামনে দাঁড় করিয়ে মারধর করাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত ৷ রাজাবুদ্দিনের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘরের জন্য গ্রামপঞ্চায়েত সদস্যার স্বামীকে 30 হাজার টাকা দেন তিনি ৷

ঘর না-হওয়ায় সেই টাকা ফেরত চাইতেই তাঁকে মারধর করে বলে অভিযোগ করেন তৃণমূল কর্মী রাজাবুদ্দিন ৷ তবে তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী মহম্মদ গফুরের দাবি, তৃণমূলের টিকিট পাওয়া নিয়ে বচসার জেরে এদিন তাঁর এক কর্মীকে বাজারের মধ্যে মারধর করা হয় ৷ মহম্মদ গফুর বলেন, "রাজাবুদ্দিন-সহ তাঁর বিরোধী গোষ্ঠী এবারের পঞ্চায়েত নির্বাচনের টিকিট পাবে ৷ এই কথা নিয়ে তাঁর কর্মীকে মারধর করা হয় ৷ এখানে আবাস যোজনায় ঘরের টাকা-পয়সার কোনও ঘটনা নেই ৷" পুরো ঘটনাটি তৃণমূলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি ৷ টিকিট কে পাবে- তা ঠিক করবেন ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি এবং সর্বোপরি চোপড়ার বিধায়ক ৷ তাঁরা যে সিদ্ধান্ত নেবেন তাকে স্বাগত জানাবেন মহম্মদ গফুর ৷ কিন্তু তৃণমূলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসার আগে এ ধরনের মন্তব্য করাকে তিনি দল-বিরোধী কার্যকলাপ হিসেবে দেখছেন ৷

আরও পড়ুন: শহিদ মিনার অনিশ্চিত, ছাত্র-যুব সভার জন্য বিকল্প জায়গার সন্ধানে তৃণমূল

ABOUT THE AUTHOR

...view details