পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CPI(M)-কংগ্রেস জোটের মিছিলে হামলা, অভিযুক্ত তৃণমূল

মিছিল করে জাতীয় সড়কের দিকে যাওয়ার পথে ঘোষভিটা এলাকায় হঠাৎই হামলা চালায় কিছু দুষ্কৃতী । মিছিলের উপর বোমাবাজি এবং কমপক্ষে 10 রাউন্ড গুলি চালানোর অভিযোগও করে CPI(M)-কংগ্রেস জোট ।

TMC
Trinamool

By

Published : Jul 17, 2020, 10:06 PM IST

রায়গঞ্জ, 17 জুলাই : CPI(M)-কংগ্রেস জোটের মিছিলে বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । চোপড়া থানার ঘোষভিটা এলাকার ঘটনা । অভিযোগ অস্বীকার তৃণমূলের ।

CPI(M)-কংগ্রেস জোটের অভিযোগ, এলাকার চা-বাগানগুলি খণ্ড খণ্ড করে বিক্রির চেষ্টা চালাচ্ছে সেখানকার জমি মাফিয়াদের একাংশ । তার বিরুদ্ধে রাস্তায় নামতেই তাঁদের উপর গুলি চালানো হয়েছে । ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দায়ি করেছে CPI(M) ও কংগ্রেস নেতৃত্ব ।

এলাকার CPI(M) ও কংগ্রেসের নেতারা জানান, ওই এলাকার বেশ কিছু চা-বাগানের জমি ভাগ করে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে সেখানকার তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী । চা-বাগানগুলি বিক্রি হয়ে গেলে স্থানীয় চা-শ্রমিকেরা চরম সমস্যায় পড়বেন ।এই দাবিকে সামনে রেখে এ'দিন বিক্ষোভ মিছিল করেন জোট নেতৃত্ব । অভিযোগ, মিছিল করে জাতীয় সড়কের দিকে যাওয়ার পথে ঘোষভিটা এলাকায় হঠাৎই তাঁদের ওপর হামলা চালায় কিছু দুষ্কৃতী । মিছিলের ওপর বোমাবাজি এবং কমপক্ষে 10 রাউন্ড গুলি চালানোর অভিযোগও করেন তাঁরা ।

মিছিলে হামলা

এছাড়াও, চা-বাগানের এক মহিলা শ্রমিকের বাড়িতে ঢুকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ । অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে CPI(M) ও কংগ্রেস । ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চোপড়া থানার পুলিশ । তবে এখনও এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে ।

অন্যদিকে, স্থানীয় তৃণমূলের তরফে বলা হয়েছে, “লকডাউনের মধ্যে মিছিল করা অন্যায় । মিছিল যাতে না হয় সেই নিয়ে আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি ।”

ABOUT THE AUTHOR

...view details