ইসলামপুর, 28 অগাস্ট : তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত উত্তর দিনাজপুর ৷ এখানকার দুই বিধায়কের অনুগামীদের মধ্যে কোন্দল বাধে ৷ ঘটনাস্থান ইসলামপুর থানার পন্ডিতপোতা (২) গ্রাম পঞ্চায়েতের গোলাপাড়া এলাকা ।
প্রতিমন্ত্রী গোলাম রব্বানী ও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বাড়িতে বোমা মারার অভিযোগ ওঠে বিধায়ক করিম চৌধুরির অনুগামীদের বিরুদ্ধে ৷ অন্যদিকে, একই অভিযোগ তোলেন বিধায়ক করিম চৌধুরি ৷
জানা গেছে , কানাহাইয়ালাল আগরওয়ালের অনুগামী রাজি বেগম । অভিযোগ, স্ত্রীকে সামনে রেখে কয়েক কোটি টাকা দুর্নীতি করেছেন তাঁর স্বামী রসিদ আলম । ব্লক, মহকুমা এবং জেলা স্তরে লিখিতভাবে অভিযোগ করেছেন বিধায়ক করিম চোধুরি অনুগামীরা । বিধায়ক নিজেও এই দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন । তিনিও প্রশাসনের কাছে অভিযোগ করেছেন । কিন্তু প্রশাসন তার অভিযোগকে কোনও রকম গুরুত্ব দেননি বলে দাবি করেছেন । এলাকায় উত্তেজনা থাকায় পুলিশবাহিনী মোতায়ন করা হয়েছে । প্রধান এবং তার স্বামীকে গ্রেপ্তারের এবং সরকারি টাকা তছরূপের ঘটনায় তদন্তের দাবিতে বিধায়কের বাড়িতে ধর্নায় বসেছেন করিম অনুগামীরা ।
অন্যদিকে করিম চৌধুরির অনুগামী নূর আলমকে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়েছেন রাজী বেগম । তার অভিযোগ, মন্ত্রী গোলাম রব্বানী ও জেলা সভাপতি কানাহাইয়ালাল উষ্কানিতে এসব ঘটনা ঘটছে । যদিও মন্ত্রী গোলাম রব্বানীর দাবি, তিনি এই ঘটনা সম্পর্কে কিছুই জানেন না ।