পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 20, 2021, 10:22 PM IST

ETV Bharat / state

চোপড়ায় বিজেপির মহিলা সমর্থককে গুলি, অভিযুক্ত তৃণমূল

ভোট-পরবর্তী হিংসা অব্যাহত চোপড়ায়। গতকাল রাতে চোপড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে বিজেপির মহিলা কর্মীর উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেইসময় রাস্তায় কেউ না থাকায় মহিলা বাড়ির দিকে দৌড়ে যান ৷ সেইসময় তাঁর পা লক্ষ্য করে গুলি করা হয় ৷ গুলি তাঁর পায়ে লাগে। খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকেও ৷ তদন্তে নেমেছে পুলিশ ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চোপড়া, 20 মে : ভোট পরবর্তী হিংসার জেরে উত্তর দিনাজপুরের চোপড়া তপ্ত ৷ এবার এক মহিলা বিজেপি সমর্থকের পা লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ আহত মহিলাকে প্রথমে চোপড়ার দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ আহত মহিলার নাম বাসন্তী বর্মন ৷


ভোট-পরবর্তী হিংসা অব্যাহত চোপড়ায়। গতকাল রাতে চোপড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে বিজেপির এক মহিলা কর্মীর উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে। গতকাল রাতে বাসন্তী বর্মন নামে এক মহিলা গুলিবিদ্ধ হয়। বাসন্তী রায় জানান, কাজ সেরে ফেরার পথে তৃণমূলের পার্টি অফিসের সামনে বেশ কিছু লোকের জমায়েত হয়। তাঁকে দেখতে পেয়েই দুস্কৃতীরা তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা শুরু করে ৷ সেইসময় রাস্তায় কেউ না থাকায় মহিলা বাড়ির দিকে দৌড় লাগান ৷ সেইসময় তাঁর পা লক্ষ্য করে গুলি করা হয় ৷ গুলি তাঁর পায়ে লাগে।

আরও পড়ুন :রাজ্যে কৃষক সম্মান নিধির কিস্তি বন্ধ হোক; মোদিকে চিঠি দিলীপের

পায়ে গুলি লাগায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি ৷ সেইসময় মহিলাকে অজ্ঞান হয়ে যেতে দেখে দুষ্কৃতীরা চম্পট দেয় ঘটনাস্থল থেকে ৷ স্থানীয়দের মধ্যেই কেউ মহিলাকে চিনতে পেরে বাড়িতে খবর দেয় ৷ খবর পেয়ে পরিবারের লোক এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায় ৷ খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকেও ৷ তদন্তে নেমেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details