পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এখনও পর্যন্ত কোনও সমস্যা হয়নি, বললেন কালিয়াগঞ্জের জোট প্রার্থী - dhitashree roy

এখনও পর্যন্ত ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে কোনও সমস্যা হয়নি ৷ নিজের ভোটদানের পর বললেন কালিয়াগঞ্জের বাম ও কংগ্রেসের জোট প্রার্থী ধীতশ্রী রায় ৷

বাম- কংগ্রেস জোট প্রার্থী ধীতশ্রী রায়

By

Published : Nov 25, 2019, 1:22 PM IST

Updated : Nov 25, 2019, 3:02 PM IST

রায়গঞ্জ, ২৫ নভেম্বর : আজ পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর, নদিয়ার করিমপুর এবং উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এই তিন বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে ৷ সকালেই কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ভোট দিলেন বাম- কংগ্রেস জোট প্রার্থী ধীতশ্রী রায় ৷

সকাল সকাল কলেজপাড়া প্রভারানি প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ৷ ভোট দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "সকাল থেকে এখনও পর্যন্ত ভোটদানে কোনও সমস্য়া হয়নি ৷ সাধারণ মানুষ সুষ্ঠভাবে ভোট দিচ্ছে ৷ অন্যান্য ভোটগ্রহণ কেন্দ্রেও কোনও সমস্যা হয়নি ৷"

বাম- কংগ্রেস জোট প্রার্থী ধীতশ্রী রায়

এরপরই তিনি বলেন, "এই উপনির্বাচনে জেতার বিষয়ে প্রবল আশাবাদী ৷ জনসাধারণের কাছ থেকে ব্যাপকভাবে সাড়া মিলেছে ৷ নির্বাচন বিধি অনুসারে ভোটগ্রহণ কেন্দ্রে কর্মী সমর্থকদের নিয়ে প্রবেশ নিষেধ ৷ তাই একাই ভোট দিলাম ৷" কর্মী সমর্থকদের নিয়ে প্রতিটি বুথে ঘুরে ঘুরে পরিদর্শন করবেন ৷ কোথাও কোনও সমস্যা হলে অভিযোগ করবেন বলে জানালেন ৷

Last Updated : Nov 25, 2019, 3:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details