পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়গঞ্জের 3 বছরের শিশুর তবলায় মোহিত নেটিজ়েনরা - তবলা

পিসি আর ঠাকুমা গান করতে বসলেই নিজেই তবলা সঙ্গত করতে চলে যায় ছোট্টো রুদ্রাংশু । শুনে শুনে তবলার বোল আয়ত্ত করেছে সে । কাউকে শেখাতে হয়নি ।

tabla
তবলা বাজাচ্ছে

By

Published : Apr 18, 2020, 12:54 PM IST

Updated : Apr 18, 2020, 6:54 PM IST

রায়গঞ্জ, 18 এপ্রিল: বয়স মাত্র তিন বছর সাত মাস । হলে কী হবে ! এই বয়সেই তবলায় তালের বোল তুলে রীতিমতো বড়দের হার মানাচ্ছে সে । এইটুকু বয়সেই তবলায় কেরামতি দেখাচ্ছে । তার হাতের জাদু মুগ্ধ করেছে সংগীতপ্রেমীদের । রায়গঞ্জের দেবীনগরের বাসিন্দা রূপক ঘোষের ছেলে রুদ্রাংশুর বয়স চারের কোটাও পেরোয়নি । তবে এই বয়সেই তার তবলা বাজানোর ভঙ্গিমা একেবারে বড়দের মতোই ।

লকডাউনের এই সময় অনেকেই গান, নাচ, আবৃত্তি কিংবা অন্য কোনও শখের ভিডিয়ো, ছবি সোশাল মিডিয়ায় আপলোড করছেন । কম বেশি সবারই লাইক, কমেন্ট আসছে । সেইরকমই একদিন খেলার ছলে ছেলের তবলা বাজানোর ভিডিয়ো সোশাল মিডিয়ায় দেন রূপকবাবু । আর তারপরেই তা ভাইরাল হয়ে যায় । শেয়ার, কমেন্ট, লাইকের বন্যা বয়ে যেতে শুরু করে । এইটুকু বয়সে রুদ্রাংশুর তাল জ্ঞান দেখে অনেকেই তাজ্জব হয়েছেন । বাংলা যে কোনও গানের সঙ্গে অবলিলায় আপনমনে তবলা বাজিয়ে যাচ্ছে ওই শিশু । নেই কোনও ক্লান্তি । এই ভিডিয়ো দেখেই মুগ্ধ বহু মানুষ ।

রায়গঞ্জের দেবীনগরের বাসিন্দা সংগীতশিল্পী তথা একটি দৈনিক পত্রিকার সাংবাদিক রূপক ঘোষ এবং নৃত্যশিল্পী রিম্পা ঘোষের একমাত্র পুত্র রুদ্রাংশু । শুধু তবলা নয়, সে কৌটা ও ড্রাম বাজিয়ে ঢাকের বোলও আনতে পারে । খুব ছোটো থেকেই এটি আয়ত্ত করেছে সে । মাঝেমধ্যে বাড়িতে থাকা তাসাও দু'টি লাঠি দিয়ে বাজায় রুদ্রাংশু । রুপকবাবুর বাবা প্রয়াত উৎপল কুমার ঘোষ বাঙালবাড়ি হাইস্কুলের শিক্ষক ছিলেন । স্কুলে শিক্ষকতার পাশাপাশি সংগীত শিক্ষকও ছিলেন । বাড়িতে গান ও তবলা শেখাতেন । তাঁর মৃত্যুর পর ছোটো মেয়ে বর্ণালী বাড়িতে সংগীত স্কুল চালান । বাড়িতে তবলার শিক্ষকরা আসেন । তখনই ছুটে গিয়ে তাঁদের পাশে গিয়ে চুপটি করে বসে পড়ে ছোট্টো রুদ্রাংশু । মন দিয়ে শোনে তবলার বোল । এইভাবেই তবলা বাজানোর উপর আগ্রহ তৈরি হয়েছে তার । এখনও পর্যন্ত আলদাভাবে শিক্ষকের কাছে প্রশিক্ষণ নিতে হয়নি ।

"মেঘের কোলে রোদ হেসেছে", "গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ", ভারত সেবাশ্রম সংঘের বেশ কিছু গান রুদ্রাংশুর পছন্দের তালিকায় রয়েছে । ওই গানগুলির তালে তবলা সঙ্গত করতে পারে অনায়াসেই । আর তার প্রতিভার ভিডিয়ো করে সোশাল মিডিয়াতে দিতেই মূহুর্তে তা ভাইরাল হয়ে গেছে। আগামীদিনে এগিয়ে চলার শুভেচ্ছা দিয়েছেন অনেক গুণমুগ্ধ শ্রোতা ।

রূপকবাবু বলেন, "আমার মা দীপ্তি ঘোষ, আর বোন বর্ণালী গান গাইতে বসলেই রুদ্রাংশু নিজেই তবলা সঙ্গত করতে থাকে । ছোট্টো হাতে তালে তালে তবলা বাজায় । ত্রিতাল ছন্দ বলতে পারে । বাকি অন্য তাল বলতে না পারলেও বাজাতে পারে । আগামীতেও তবলা বাজানোর প্রতি একইরকমের আগ্রহ থাকলে আমরা যথাসাধ্য তাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব ।" পুত্রের এই প্রতিভায় গর্বিত মা নৃত্যশিল্পী রিম্পা ঘোষ। তিনি বলেন, "আগামীতে রুদ্রাংশু একজন বড় মাপের তবলাবাদক হবে এটাই কামনা করছি । তবে ছেলে ছোটো থেকেই শুধু শুনে শুনে এমনভাবে তবলা বাজাচ্ছে ।"

Last Updated : Apr 18, 2020, 6:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details