পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইসলামপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আহত তিন - তৃণমূল কংগ্রেস

ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ চা বাগানের দখল নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি ৷ জখম হয়ে হাসপাতালে তিন তৃণমূল কর্মী ৷ উত্তর দিনাজপুরের ইসলামপুরের ঘটনা ৷

wb_ndin_01_tmc_chaos_firing_islampur_wb10021
ইসলামপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আহত তিন

By

Published : Apr 29, 2021, 6:20 PM IST

রায়গঞ্জ, 29 এপ্রিল :চা বাগানের জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ৷ ছররা গুলিতে জখম তিন ৷ উত্তর দিনাজপুরের ইসলামপুরের ঘটনায় ফের প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানার ভদ্রকালী এলাকার একটি চা বাগান দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় ৷ সেই সময়েই সেখানে গুলি চালনার ঘটনা ঘটে ৷ ছররা গুলিতে আহত হন তিনজন ৷ আহতদের তড়িঘড়ি ইসলামপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁদের চিকিৎসা শুরু হয়েছে ৷

চা বাগানের দখলকে কেন্দ্র করে বিবাদ চরমে ওঠে ৷

আহতদের মধ্যে রাকেশ হোসেন জানিয়েছেন, তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। গত পঞ্চায়েত নির্বাচনে এই দুই গোষ্ঠীই তাদের পছন্দের লোককে নির্দল প্রার্থী হিসাবে ভোটের ময়দানে নামায় ৷ তাতে এক দলের হার হয় ৷ সেই নিয়ে অন্য গোষ্ঠীর সঙ্গে মনোমালিন্য আরও বাড়ে ৷ দলের স্থানীয় নেতৃত্ব বিবাদ মিটিয়ে নেওয়ার পরামর্শ দিলেও লাভ হয়নি কোনও ৷

আরও পড়ুন :জগদ্দলে বোমাবাজি , উঠছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব

ইতিমধ্যেই চা বাগানের জমি দখল নিয়ে বিবাদ চরমে ওঠে ৷ আহতদের অভিযোগ, বিবাদ চলাকালীনই তাঁদের উপর অস্ত্র নিয়ে হামলা করে অন্য পক্ষের লোকজন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details