পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়গঞ্জে জাতীয় সড়কে গ্রেপ্তার তিন ছিনতাইবাজ - গ্রেপ্তার তিন ছিনতাইবাজ

পুলিশ সূত্রে খবর, গত 28 তারিখে রায়গঞ্জ থানার অন্তর্গত জাতীয় সড়কের ধারে ঘুঘুডাঙ্গা এলাকায় এক ব্যবসায়ীর থেকে প্রায় এক লাখ পাঁচ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় এই তিনজন ।

Three snatchers arrested
রায়গঞ্জে জাতীয় সড়কের ওপর গ্রেপ্তার তিন ছিনতাইবাজ

By

Published : Sep 1, 2020, 7:58 PM IST

রায়গঞ্জ, 1 সেপ্টেম্বর : জাতীয় সড়কের ওপর ব্যবসায়ী এবং সাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা-সহ একাধিক জিনিসপত্র ছিনতাইকারী দলের তিন সদস্যকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম কিরণ কুমার দেবভূতি, মহাদেব টুডু ও সুবোধ বর্মন । তাঁদের বাড়ি ইটাহার এবং রায়গঞ্জ থানা এলাকায় । আজ ধৃতদের রায়গঞ্জ আদালতে তোলা হলে বিচারক তাঁদের চার দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে । তাঁদের মাধ্যমে এই চক্রের মূল পান্ডা গ্রেপ্তার করতে লাগাতার জেরা করছে রায়গঞ্জ থানার পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, গত 28 তারিখে রায়গঞ্জ থানার অন্তর্গত জাতীয় সড়কের ধারে ঘুঘুডাঙ্গা এলাকায় এক ব্যবসায়ীর থেকে প্রায় এক লাখ পাঁচ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় এই তিনজন । রাত সাড়ে আটটা নাগাদ ওই এলাকা অন্ধকার থাকার কারণে তাঁদেরকে কোনওভাবেই চেনা সম্ভব হয়ে ওঠেনি । জনশূন্য এলাকায় এ ধরনের ঘটনা ঘটার পর পুলিশের কাছে সূত্রবিহীন একটি মামলা হয়েছিল । তবে এই ঘটনার তদন্তে নামার পর ওই এলাকা দিয়ে যাতায়াতকারী দুষ্কৃতীদের খোঁজে নিজেদের সূত্রকে কাজে লাগায় পুলিশ । এরপরই কিরণ কুমারকে ধরে ফেলতে সক্ষম হয় । গতকাল রাতে তাঁকে ধরার পর জেরা করতেই বাকি দুজনের ঠিকানা পেয়ে যায় তদন্তকারীরা । এরপরই বাকি দু'জনকে গ্রেপ্তার করা হয় । তাঁদের কাছ থেকে ইতিমধ্যেই পাঁচ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করতে পেরেছে পুলিশ । বাকি টাকা কোথায় রয়েছে তা জানতে লাগাতার জেরা করা হচ্ছে । শুধু তাই নয় এদের তিনজন ছাড়াও সেদিনের অপারেশনে আরও দুজন যুক্ত ছিল বলে জানতে পেরেছে তদন্তকারীরা । তাদের ধরতে ইতিমধ্যে তল্লাশি শুরু করে দিয়েছে রায়গঞ্জ থানার পুলিশ ।

উদ্ধার হওয়া মোবাইল ও টাকা

এই বিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, "আমরা জাতীয় সড়কের ওপর ছিনতাইকারী দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছি । তাদের মাধ্যমে এদের মূল পান্ডা ধরতে তদন্ত শুরু হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details