রায়গঞ্জ, 9 ডিসেম্বর : জমিতে চাষ করতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম হলেন দুই মহিলা সহ তিন জন । উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার মহুয়া গ্রামপঞ্চায়েতের মান্নাবস্তি এলাকার ঘটনা । স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন । চাষের জমিতে কোথা থেকে বোমা এল, তা জানতে তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ ।
কৃষিজমিতে বোমা ফেটে জখম 3 - ইসলামপুর
ঝোপের মধ্যে লুকিয়ে রাখা কৌটা বোমা বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ
কৃষিজমিতে বোমা ফেটে জখম 3
গোয়ালপোখর থানার মহুয়া গ্রামপঞ্চায়েতের মান্নাবস্তির এলাকার বাসিন্দা ভোলা সিংহ, খুশনামা খাতুন, সঞ্জনা বেগম হলুদের জমিতে চাষ করতে গিয়েছিলেন । খুশনামা ও সঞ্জনা ছাগলের জন্য ঘাস তুলতে গেলে ঝোপের মধ্যে লুকিয়ে রাখা কৌটা বোমা বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ । বোমার আঘাতে গুরুতর জখম হন তিনজন । ভোলা সিংহের পায়ে গুরুতর আঘাত লাগে ৷
কে বা কারা ওই জমিতে বোমা রেখেছে তার তল্লাশি শুরু হয়েছে । ঘটনার ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ।