রায়গঞ্জ, 16 মে : উত্তর দিনাজপুর জেলায় আরও তিন জন কোরোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলল। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে এই তিনজনই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কালিয়াগঞ্জ এবং করণ দিঘির বাসিন্দা। যদিও এ বিষয়ে প্রশাসন সূত্রে কোনও মন্তব্য করা হয়নি।
উত্তর দিনাজপুরে আরও 3 কোরোনা আক্রান্তের হদিস - করণ দিঘি
উত্তর দিনাজপুর জেলায় এর আগে 6 জনের দেহে কোরোনা ভাইরাস মিলেছিল।এবারে আরও তিনজনের দেহে মিলল এই ভাইরাসের অস্তিত্ব।সব মিলিয়ে কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল নয়জন।
উত্তর দিনাজপুর জেলায় এর আগে 6 জনের দেহে কোরোনা ভাইরাস মিলেছিল।এবারে আরও তিনজনের দেহে মিলল এই ভাইরাসের অস্তিত্ব। সব মিলিয়ে কোরোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো নয়জন।
মালদা মেডিকেল কলেজের ভাইরোলজি ল্যাবে এদিন 679 জনের লালারস পরীক্ষা হয়েছে। তারমধ্যে 673 জনের রিপোর্ট নেগেটিভ হয়েছে। বাকি 6 জনের লালারসে কোরোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এঁদের মধ্যে তিনজন উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে তাঁদের বাড়ি যথাক্রমে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ ও করণদিঘি এলাকায়।যদিও এই বিষয়ে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের একাধিক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ কোনও মন্তব্য করতে রাজি হননি।