রায়গঞ্জ, 11 জুলাই: দশম শ্রেণির ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় 3 যুবকের বিরুদ্ধে । রবিবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পৌরসভার অন্তর্গত বন্দর এলাকায় । এই ঘটনায় ওই তিনজন যুবকের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার । শারীরিক পরীক্ষা করার জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে ছাত্রীটিকে ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের বন্দন এলাকার দুই মেয়েকে নিয়ে থাকতেন এক মহিলা । বড় মেয়ে রায়গঞ্জের একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী । তিনি বাড়িতে বাড়িতে পরিচারিকার কাজ করেন। প্রতিদিনের মতো রবিবারও তিনি কাজে গিয়েছিলেন । বাড়িতে ফিরে দেখেন বড় মেয়ে নেই ৷ তার খোঁজ করলে ছোট মেয়ে বলে দিদির এক বান্ধবী এসে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছে ।