পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতা থেকে ফিরে উত্তর দিনাজপুরে কোরোনায় আক্রান্ত 3 - কোরোনা

তিনজনই রং মিস্ত্রির কাজ করতেন কলকাতার তোপসিয়া এলাকায় । মঙ্গলবার জেলায় পৌঁছাতেই তাঁদের কোয়ারানটিনে পাঠানো হয় । সেখানেই সোয়াবের নমুনা পরীক্ষা করে দেখা যায় তাঁদের কোরোনা পজ়িটিভ ।

ছবি
ছবি

By

Published : May 9, 2020, 4:14 PM IST

রায়গঞ্জ, 9 মে : উত্তর দিনাজপুরে কোরোনায় আক্রান্ত তিনজন । সম্প্রতি তাঁরা কলকাতার তোপসিয়া থেকে ফিরেছিলেন । মঙ্গলবার গ্রামে ঢুকতেই প্রশাসনের তরফে হাসপাতালে পাঠানো হয় । সেখানেই বৃহস্পতিবার তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষা হয় । আজ তাঁদের রিপোর্ট এলে জানা যায়, কোরোনা পজ়িটিভ ।

তিনজনই রং মিস্ত্রির কাজ করতেন কলকাতার তোপসিয়া এলাকায় । লকডাউনের ফলে কাজ না থাকায় সেখানেই আটকে পড়েন । লকডাউনের সময়সীমা বাড়তে থাকায় সাইকেলে চেপে বাড়ির উদ্দেশে রওনা দেন । মঙ্গলবার জেলায় পৌঁছাতেই তাঁদের কোয়ারানটিনে পাঠানো হয় । সেখানেই সোয়াবের নমুনা পরীক্ষা করে দেখা যায় তাঁদের কোরোনা পজ়িটিভ । যার জেরে এবার গ্রিন জ়োনের তকমা ঘুচল উত্তর দিনাজপুরের ।

এবিষয়ে উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দকুমার মিনা বলেন, "আমাদের জেলায় তিনজন কোরোনা পজ়িটিভ রোগীর সন্ধান মিলেছে । তাঁদেরকে সারি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । এছাড়াও যে এলাকায় তাঁদের বাড়ি, সেই এলাকাগুলিতে কনটেনমেন্ট জ়োন করা হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details