পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইসলামপুরে পথ দুর্ঘটনা, মৃত 3 - সূর্যাপুর

ইসলামপুর থানার অন্তর্গত সূর্যাপুর থেকে একটি গাড়িতে পাঁচজনের একটি দল ইসলামপুরে এসেছিলেন । সেখান থেকে বাড়ি ফেরার পথে ঘরধাপ্পা গ্রামের কাছে 31 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে । ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গাছে ধাক্কা মারে । ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের ৷

ইসলামপুরে পথ দুর্ঘটনা
ইসলামপুরে পথ দুর্ঘটনা

By

Published : Jun 4, 2021, 6:40 AM IST

ইসলামপুর, 4 জুন : একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার জেরে ইসলামপুরে মৃত্যু হল তিনজনের ৷ আহত হয়েছেন দুই জন । ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর থানার অন্তর্গত ঘরধাপ্পা গ্রামের 31 নম্বর জাতীয় সড়কে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মহম্মদ মহাজম, কৈশর আলম এবং মহঃ বিক্রম ৷ এদের মধ্যে মহম্মদ মহাজমের বাড়ি বিহারের পোথরা গ্রামে । বাকি দুই জনের বাড়ি উত্তর দিনাজপুরের পিছলা গ্রামে । আহত দুজন হল আনোয়ার ও নাদিম আলম ৷ এর মধ্যে আনোয়ারের বাড়ি বিহারের পোথরা গ্রামে ও নাদিমের বাড়ি উত্তর দিনাজপুরের সূর্যাপুর এলাকায় ।

ইসলামপুর থানার অন্তর্গত সূর্যাপুর থেকে একটি গাড়িতে পাঁচজনের একটি দল ইসলামপুরে এসেছিলেন । সেখান থেকে বাড়ি ফেরার পথে ঘরধাপ্পা গ্রামের 31 নম্বর জাতীয় সড়কে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটি গাছে ধাক্কা মারায় এই দুর্ঘটনাটি ঘটে । ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের ৷ আহতদের তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । খবর পেয়ে গোয়ালপোখর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায় ৷

আরও পড়ুন :রাজ্যে অনেকটাই কমল দৈনিক মৃত্যু, কলকাতায় সংক্রমণ নামল হাজারের নিচে

ABOUT THE AUTHOR

...view details