পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃতীয়বার BJP কর্মী অনুপ রায়ের দেহের ময়নাতদন্তের নির্দেশ আদালতের - তৃতীয়বার BJP কর্মীর দেহের ময়নাতদন্তের নির্দেশ

এইসঙ্গে বাড়ি থেকে অনুপ রায়কে তুলে নিয়ে আসার CCTV ফুটেজ আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ।

BJP party memeber Anup Roy
BJP party memeber Anup Roy

By

Published : Oct 21, 2020, 9:47 PM IST

রায়গঞ্জ, 21 অক্টোবর: BJP কর্মী অনুপ রায়ের মৃত্যুর তদন্তে আরও একবার নাটকীয় মোড় । পঞ্চমীর দিন তৃতীয়বারের জন্য BJP কর্মীর দেহের ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বুধবার এই মামলার শুনানির সময় বিচারক এই নির্দেশ দেন । উল্লেখ্য, অনুপ রায়ের মা এবং ভাই আগেই CBI তদন্তের আর্জি জানিয়েছিলেন ৷

গত সেপ্টেম্বর মাসে BJP কর্মী অনুপ রায়কে রায়গঞ্জ থানায় তুলে আনে পুলিশ । তাঁকে একটি ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয় বলে দাবি করে পুলিশ । থানাতেই অসুস্থ হন অনুপ রায় ৷ সেদিন রাতেই হাসপাতালে তাঁর মৃত্যু হয় । অভিযোগ, মৃত্যুর পরে তড়িঘড়ি দেহের ময়নাতদন্ত করে রায়গঞ্জ থানার পুলিশ । এরপরই এই ঘটনা নিয়ে রাজ্য BJP-র নেতারা তোলপাড় শুরু করেন । অনুপ রায়ের মা গীতাদেবী দাবি করেন, থানার পুলিশ অত্যাচার করে তাঁর ছেলেকে খুন করেছে । CBI তদন্ত চান তিনি । BJP-র রাজ্য নেতারাও CBI তদন্ত চান । সেই দাবিতে কলকাতা হাইকোর্টে একটি আবেদন করা হয় । পঞ্চমীর দিন সেই মামলার শুনানি হয় । শুনানিতে কলকাতার RG কর মেডিকেল কলেজে সমাধিস্থ করা অনুপ রায়ের দেহ ফের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক । এইসঙ্গে বাড়ি থেকে অনুপ রায়কে তুলে নিয়ে আসার CCTV ফুটেজ আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক ।

এই বিষয়ে গীতা দেবীর আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, মহামান্য আদালত অনুপ রায়ের দেহ তৃতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে । কলকাতার RG কর মেডিকেল কলেজে তাঁর দেহের ময়নাতদন্ত হবে ।

এই বিষয়ে জেলা BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, "অনুপ রায়ের মৃত্যুর ঘটনার তদন্তে তৃতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক । আশা করছি সুবিচার পাব ।"

ABOUT THE AUTHOR

...view details