রায়গঞ্জ, 11 এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন । নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস ছাড়া বন্ধ রয়েছে দোকান, শিক্ষাপ্রতিষ্ঠান ও যানবাহন । গৃহবন্দী হয়ে রয়েছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতির আঁচ এসে পড়েছে রায়গঞ্জের বৃহন্নলা সমাজের উপর । আয়ের উৎস প্রায় বন্ধ হয়ে গিয়েছে । বাড়ছে আর্থিক সংকট । তবুও কোরোনা মোকাবিলায় সরকারি সব নির্দেশ মেনে চলার আবেদন জানিয়েছেন তাঁরা।
উপার্জনের পথ বন্ধ, দুশ্চিন্তায় রায়গঞ্জের বৃহন্নলারা - বৃহন্নলা
গৃহবন্দী হয়ে রয়েছেন সাধারণ মানুষ । এই পরিস্থিতির আঁচ এসে পড়েছে রায়গঞ্জের বৃহন্নলা সমাজের উপর । আয়ের প্রচলিত উৎসপথ বন্ধ হয়ে গিয়েছে । বাড়ছে আর্থিক সংকট। তবুও করোনা ভাইরাস মোকাবিলায় সরকারী সব নির্দেশ মেনে চলার আবেদন জানিয়েছেন তাঁরা ।
রায়গঞ্জের কাশীবাটি এলাকায় প্রায় 40 জন বৃহন্নলার বাস । বছরের অন্যান্য সময়ে পথেঘাটে ঘুরে কিংবা নবজাতদের আশীর্বাদের বিনিময়ে অর্থ উপার্জন করে থাকেন তাঁরা । কিন্তু লকডাউনের এই সময় বন্ধ এসব পথ । সরকারি আবেদন মেনে গৃহবন্দী হয়ে রয়েছেন তাঁরা । হাতে যে সঞ্চিত অর্থ ছিল তা প্রায় শেষের পথে । ফলে আগামীদিনে দু'বেলা খাবারের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা তাঁদের ।
সরকারিভাবে এখনও পৌঁছায়নি কোনও ত্রাণ। মাঝেমধ্যে কিছু সহৃদয় মানুষ চাল, ডাল, আলু দিয়ে সাহায্য করে যাচ্ছেন । সেই দিয়েই কোনওক্রমে চলছে। বৃহন্নলা সমাজের পক্ষে একজন বলেন, " আমরা রাস্তায় ঘুরে বেরিয়ে কিছু পয়সা পেতাম । এখনও নবজাতকদের করার জন্য ডাক পাচ্ছি । গেলে দুটো পয়সা আসত ঠিকই । কিন্তু এই সময় কোরোনা মোকাবিলায় সরকারের পাশে সবসময় আছি । সরকারের সব নির্দেশ মেনে চলছি । এই যুদ্ধ জিততেই হবে আমাদের ।"