রায়গঞ্জ, 30 অগস্ট:চুরি করতে এসে গৃববধূর জিভ কেটে নিল চোর(thief cuts woman tongue at Raiganj)৷ এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুদর্শনপুর এলাকায় ৷ আহত গৃহবধূর নাম দেবশ্রী ভট্টাচার্য ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে চুরি করতে ঢুকেছে দেখতে পেয়েই চিৎকার করেন গৃহবধূ ৷ তাঁর চিৎকার থামাতে চোরটি ধারালো অস্ত্রের আঘাতে ওই বধূর জিভ কেটে দেয় । এই ঘটনার কথা জানতে পেরই দ্রুত স্থানীয়রা এসে চোরটিকে ধরে ফেলে ৷ স্থানীয় বাসিন্দারা ও পরিবারের সদস্যরা তড়িঘড়ি ওই বধূকে রায়গঞ্জ গভর্নমেন্ট ও মেডিক্যাল কলেজে নিয়ে আসে ৷