রায়গঞ্জ, 10 অক্টোবর: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প 'লক্ষীর ভাণ্ডার' ৷ এই প্রকল্পই এবারের থিম রায়গঞ্জের করনদিঘী সর্বজনীন দুর্গোৎসব কমিটির । রায়গঞ্জের কুমোরটুলির মৃৎশিল্পী নান্টু পালের অপরূপ মৃন্ময়ী মূর্তি ও চন্দননগরের সুদৃশ্য আলোকসজ্জা রয়েছে ৷ ফলে এবারের দুর্গাপুজোয় দর্শনার্থীদের কাছে এই প্যান্ডেল অন্যতম সেরা আকর্ষণ হয়ে উঠেছে ৷
তৃতীয়ার দিন সন্ধ্যায় করনদিঘীর টুঙিদিঘী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় করনদিঘী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর উদ্বোধন করা হয় ৷ উপস্থিত ছিলেন রাজ্যের মাদ্রাসা বিষয়ক সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী গোলাম রব্বানি ৷ ছিলেন পুজো কমিটির চেয়ারম্যান ও করনদিঘীর বিধায়ক গৌতম পাল । এছাড়াও করনদিঘী সর্বজনীন দুর্গোৎসব উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আখতার সহ জেলার অন্যান্য বিধায়করা।