পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Lakshmi Bhandar Puja Theme : রায়গঞ্জের এই পুজো মণ্ডপের থিম 'লক্ষীর ভাণ্ডার' প্রকল্প - লক্ষীর ভাণ্ডার থিম

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প 'লক্ষীর ভাণ্ডার' প্রকল্পের আদলে প্যাণ্ডেল তৈরি করেছে রায়গঞ্জের করনদিঘী সর্বজনীন দুর্গোৎসব কমিটি ৷ সাধারণ মানুষকে প্রকল্পের ব্যাপারে উৎসাহিত করতেই এই থিম বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুজো কমিটির চেয়ারম্যান ও করনদিঘীর বিধায়ক গৌতম পাল ।

Lakshmi Bhandar Pandel
লক্ষীর ভাণ্ডার প্রকল্পের আদলে মণ্ডপই এবার থিম রায়গঞ্জে

By

Published : Oct 10, 2021, 9:42 AM IST

Updated : Oct 10, 2021, 9:59 AM IST

রায়গঞ্জ, 10 অক্টোবর: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প 'লক্ষীর ভাণ্ডার' ৷ এই প্রকল্পই এবারের থিম রায়গঞ্জের করনদিঘী সর্বজনীন দুর্গোৎসব কমিটির । রায়গঞ্জের কুমোরটুলির মৃৎশিল্পী নান্টু পালের অপরূপ মৃন্ময়ী মূর্তি ও চন্দননগরের সুদৃশ্য আলোকসজ্জা রয়েছে ৷ ফলে এবারের দুর্গাপুজোয় দর্শনার্থীদের কাছে এই প্যান্ডেল অন্যতম সেরা আকর্ষণ হয়ে উঠেছে ৷

তৃতীয়ার দিন সন্ধ্যায় করনদিঘীর টুঙিদিঘী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় করনদিঘী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর উদ্বোধন করা হয় ৷ উপস্থিত ছিলেন রাজ্যের মাদ্রাসা বিষয়ক সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী গোলাম রব্বানি ৷ ছিলেন পুজো কমিটির চেয়ারম্যান ও করনদিঘীর বিধায়ক গৌতম পাল । এছাড়াও করনদিঘী সর্বজনীন দুর্গোৎসব উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আখতার সহ জেলার অন্যান্য বিধায়করা।

লক্ষীর ভাণ্ডার প্রকল্পের আদলে মণ্ডপই এবার থিম রায়গঞ্জে

আরও পড়ুন: ইসলামপুরে দুষ্কৃতীদের গুলিতে মৃত তৃণমূল নেতা

গ্রামগঞ্জের মহিলারা বাড়িতে বসে বাঁশ ও বেত দিয়ে যে ধামা-কুলো তৈরি করেন সেই বাঁশ-বেত দিয়েই মণ্ডপ তৈরি করা হয়েছে ৷ এই মণ্ডপ যথেষ্ট নজর কেড়েছে দর্শকদের ৷ এরসঙ্গে রয়েছে চন্দননগরের সুদৃশ্য আলোকসজ্জা । করনদিঘী সর্বজনীন দুর্গোৎসব কমিটির চেয়ারম্যান তথা করনদিঘীর বিধায়ক গৌতম পাল জানিয়েছেন, রাজ্য সরকারের 'লক্ষীর ভাণ্ডার' প্রকল্প জনমানসে বিশেষ করে মহিলাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে । আমরা সেই প্রকল্পকেই উৎসাহিত করতেই 'লক্ষীর ভাণ্ডার'-এর আদলে মণ্ডপ নির্মাণ করেছি ।

Last Updated : Oct 10, 2021, 9:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details