পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হেমতাবাদ থানার অদূরে কালীমন্দিরে চুরি - চুরির ঘটনা হেমতাবাদ কালী মন্দিরে

মন্দিরে ঢুকেই CCTV ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় দুষ্কৃতীরা । কালী বিগ্রহকে পরানো সোনার গয়না নিয়ে চম্পট দেয় ।

Kali temple at hemtabad
Kali temple at hemtabad

By

Published : Oct 16, 2020, 1:46 PM IST

রায়গঞ্জ, 16 অক্টোবর : পুজোর আগে কালী মন্দির থেকে সোনার গয়না চুরি । ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানা থেকে 50 মিটারের মধ্যে ।

স্থানীয়রা জানিয়েছে, হেমতাবাদ বিদ্রোহী কালী মন্দিরে প্রতিদিনের মতো গতরাতে নিত্যপুজোর পর বন্ধ করে দেওয়া হয় মন্দিরের দরজা । মন্দিরে নিরাপত্তার জন্য CCTV ছাড়াও রাতে সিভিক ভলান্টিয়ার মোতায়েন থাকে । আজ সকালে মন্দির চত্বর পরিষ্কার করতে গিয়ে চুরির ঘটনা সামনে আসে । মন্দির কমিটির সদস্যদের খবর দেওয়া হয় ।

মন্দির কমিটির কর্মকর্তা মনোজ মহন্ত জানিয়েছেন, দুষ্কৃতীরা মন্দিরে ঢুকে কালী ঠাকুরের সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে । মন্দিরে ঢুকেই CCTV সংযোগ কেটে দেওয়ার ছবি ক্যামেরায় ধরা পড়েছে । হেমতাবাদ থানার উলটোদিকে এই মন্দির । সেখানে এই ধরনের ঘটনা ঘটায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা ।

পুলিশ জানিয়েছে, কে বা কারা চুরির ঘটনার সঙ্গে যুক্ত তদন্ত করে দেখা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details