পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়গঞ্জে উদ্ধার যুবকের ঝুলন্ত মৃতদেহ , লকডাউনে অভাবের জন্যই কি আত্মহত্যা ?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর এলাকার ভাতগাঁও গ্রামের বাসিন্দা শাহ আলম কিছুদিন আগেই সিকিম থেকে ফিরেছেন ৷ তিনি সেখানে শ্রমিকের কাজ করতেন ৷পরে কলকাতায় শ্রমিকের কাজে যোগ দেয় ৷ লকডাউনের জেরে কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় চরম অভাবে দিন কাটাচ্ছিলেন তাঁরা । অভাবের কারণেই শাহ আলম আত্মহত্যা করেছেন , এমনটাই দাবি পরিবারের ।

suicide
আত্মহত্যা

By

Published : Apr 7, 2020, 11:32 PM IST

রায়গঞ্জ , 7 এপ্রিল : বাগান থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার । মৃতের নাম শাহ আলম (32) ৷ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকার ভাতগাঁও গ্রামের ঘটনা । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ । পরিবারের দাবি , লকডাউনের জেরে অভাবের তাড়নায় তিনি আত্মহত্যা করেছেন ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর এলাকার ভাতগাঁও গ্রামের বাসিন্দা শাহ আলম কিছুদিন আগেই সিকিম থেকে ফিরেছেন ৷ তিনি সেখানে শ্রমিকের কাজ করতেন ৷পরে কলকাতায় শ্রমিকের কাজে যোগ দেয় ৷ কিন্তু লকডাউনের ফলে কাজ বন্ধ হয়ে যাওয়ায় নিজের বাড়িতেই ফিরে আসেন । দুই মেয়ে , এক ছেলে আর স্ত্রী নিয়ে অভাবেই দিন কাটাচ্ছিলেন তিনি । গত দু'দিন তিনি পরিবার নিয়ে শ্বশুরবাড়িতে ছিলেন । সেখানেও সাংসারিক অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বলে সূত্রের খবর ।

আর আজ বাড়ির পাশে বাগানের একটি গাছে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা । লকডাউনের জেরে কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় চরম অভাবে দিন কাটাচ্ছিলেন তাঁরা । অভাবের কারণেই শাহ আলম আত্মহত্যা করেছেন , এমনটাই দাবি পরিবারের । যদিও , ইসলামপুর মহকুমা শাসক খুরশিদ আলম বলেন , "অভাবের কারণে আত্মহত্যা করেছে ৷ এমন খবর তাঁদের কাছে নেই ।" ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details