রায়গঞ্জ,16 এপ্রিল : রাস্তায় ছবি এঁকে লকডাউনে মানুষকে বাড়িতে থাকার বার্তা দিল ইসলামপুর থানার পুলিশ । ছবি আঁকার মাধ্যমে কোরোনা সচেতনতায় প্রচার চালাল তারা । ইসলামপুর থানার পুলিশের উদ্যোগে আজ সন্ধ্যায় এই উদ্যোগ নেওয়া হয় ।
ছবি এঁকে কোরোনা সচেতনতায় প্রচার ইসলামপুর পুলিশের - ইসলামপুর
ছবি আঁকার মাধ্যমে কোরোনা সচেতনতায় প্রচার পুলিশের ।
ছবি আঁকা
স্থানীয় বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় নিউটাউন রোড ও 31 নম্বর জাতীয় সড়কের সংযোগকারী সড়কে ছবি আঁকেন ইসলামপুরের দুই বাসিন্দা । ইসলামপুর থানার পুলিশের উদ্যোগে এখানকার শান্তিনগরের বাসিন্দা কুটুন কুন্ডু ও তাঁর সহযোগীরা পুলিশের এই অভিনব উদ্যোগকে বাস্তবায়িত করতে ছবি আঁকেন ।
মানুষকে বাড়িতে থেকে সুস্থ থাকার বার্তা এর মধ্য দিয়ে দেওয়া হয়। এই আল্পনার মধ্য দিয়ে এখানকার মানুষকে লকডাউনের সময়ে বাড়িতে থাকার আবেদন জানায় ইসলামপুর থানার পুলিশ।