পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছবি এঁকে কোরোনা সচেতনতায় প্রচার ইসলামপুর পুলিশের - ইসলামপুর

ছবি আঁকার মাধ্যমে কোরোনা সচেতনতায় প্রচার পুলিশের ।

drawing pictures
ছবি আঁকা

By

Published : Apr 16, 2020, 11:10 PM IST

রায়গঞ্জ,16 এপ্রিল : রাস্তায় ছবি এঁকে লকডাউনে মানুষকে বাড়িতে থাকার বার্তা দিল ইসলামপুর থানার পুলিশ । ছবি আঁকার মাধ্যমে কোরোনা সচেতনতায় প্রচার চালাল তারা । ইসলামপুর থানার পুলিশের উদ্যোগে আজ সন্ধ্যায় এই উদ্যোগ নেওয়া হয় ।

স্থানীয় বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় নিউটাউন রোড ও 31 নম্বর জাতীয় সড়কের সংযোগকারী সড়কে ছবি আঁকেন ইসলামপুরের দুই বাসিন্দা । ইসলামপুর থানার পুলিশের উদ্যোগে এখানকার শান্তিনগরের বাসিন্দা কুটুন কুন্ডু ও তাঁর সহযোগীরা পুলিশের এই অভিনব উদ্যোগকে বাস্তবায়িত করতে ছবি আঁকেন ।

মানুষকে বাড়িতে থেকে সুস্থ থাকার বার্তা এর মধ্য দিয়ে দেওয়া হয়। এই আল্পনার মধ্য দিয়ে এখানকার মানুষকে লকডাউনের সময়ে বাড়িতে থাকার আবেদন জানায় ইসলামপুর থানার পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details