পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মহারাজাহাট ব্রিজ ভেঙে পড়ায় গ্রামবাসীদের সাঁকো তৈরি করতে নিষেধ পঞ্চায়েতের - কাঞ্চন নদীতে বাঁশের সাঁকো তৈরি করার সিদ্ধান্ত গ্রামবাসীদের

প্রশাসনের তরফ থেকে সাহায্য না মিললে রামপুর গ্রামের বাসিন্দারা নিজেরাই কাঞ্চন নদীর ওপর বাঁশের সাঁকো তৈরি করবেন এমন সিদ্ধান্ত নিয়েছেন । খবর পেয়ে, পঞ্চায়েতের তরফ থেকে সাঁকো তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান ।

the panchayat forbade the villagers to build bamboo bridge at Raiganj
the panchayat forbade the villagers to build bamboo bridge at Raiganj

By

Published : Jul 31, 2020, 6:21 PM IST

রায়গঞ্জ, 31 জুলাই : মহারাজাহাট ব্রিজ ও ব্রিজ সংলগ্ন অ্যাপ্রোচ রোড ভেঙে যাওয়া পর 24 ঘণ্টা কেটে গিয়েছে । দেখা মেলেনি প্রশাসনের অধিকর্তাদের । অভিযোগ গ্রামবাসীদের । আজ তাই বাধ্য হয়ে রামপুর গ্রামের বাসিন্দারা নিজেদের উদ্যোগে একটি বাঁশের সাঁকো তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে । তারা জানিয়েছে প্রশাসনের তরফ থেকে কোনও ব্যবস্থা না পেলে নিজেরাই কাঞ্চন নদীর উপর একটি বাঁশের সাঁকো তৈরি করবেন ।

খবর পেয়ে রামপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অমল সরকার গ্রামবাসীদের বাঁশের সাঁকো তৈরি করতে নিষেধ করেছেন । তিনি আশ্বাস দিয়েছেন আগামীকালের মধ্যে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরির কাজ শুরু হবে ।

বাঁশের সাঁকো তৈরির বিষয়ে স্থানীয় বাসিন্দা ছোটন চৌধুরি বলেন, "গতকাল মহারাজাহাট ব্রিজ ও ব্রিজ সংলগ্ন রাস্তাটি ভেঙে পড়ে । অথচ এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কেউ পরিদর্শনে আসেনি । পঞ্চায়েতের পক্ষ থেকে নদী পারাপারের জন্য একটি নৌকার ব্যবস্থা করা হয়েছিল । কিন্তু নৌকাটিকে চালাবে তার ব্যবস্থা করা হয়নি । এখন এই পরিস্থিতিতে কেউ অসুস্থ হলে তাকে 26 কিলোমিটার ঘুরে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে । তা সম্ভব নয় । তাই আমরা সকলে মিলে বাঁশের সাঁকো তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি ।"

অমলবাবু জানিয়েছেন, “ আজ আমি ঘটনাস্থানে গিয়ে গ্রামবাসীদের বারণ করব, তারা যাতে সাঁকোটি না বানায় ।পঞ্চায়েতের উদ্যোগ ওই সাঁকোটি বানানর ব্যবস্থা করা হবে ।”

গতকাল রায়গঞ্জের কাঞ্চন নদীর জলের তোড়ে মহারাজাহাট ব্রিজ ও ব্রিজ সংলগ্ন অ্যাপ্রোচ রোড ভেঙে যায় । রায়গঞ্জ শহর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কয়েকটি গ্রাম । দুর্ভোগে পড়েছেন গ্রামবাসীরা ।

ABOUT THE AUTHOR

...view details