পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছেলের হাতে খুন মা, গণধোলাই অভিযুক্তকে

ছেলের হাতে খুন মা ৷ মৃতের নাম মৌলমী সরকার ( ৫০) । কী কারনে এই নৃশংস খুন, সেই রহস্য মোচনে নেমেছে চোপড়া থানার পুলিশ ৷

The murder of a mother at the hands of her son
The murder of a mother at the hands of her son

By

Published : May 28, 2021, 4:07 PM IST

রায়গঞ্জ , 28 মে : ছেলের হাতে খুন মা ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়া থানার অন্তর্গত বিলাতিবাড়ি গ্রামে । মৃতের নাম মৌলমী সরকার ( ৫০) । ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে ৷ মৌলমী সরকারের উপর হঠাৎই ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় তাঁর ছেলে নারায়ণ সরকার ৷ মৌলমী সরকারের আর্তনাদ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা ৷

ততক্ষণে রক্তে ভেসে গিয়েছে গোটা ঘর ৷ উত্তেজিত প্রতিবেশীদের হাতে পড়ে বেধড়ক মার খায় ছেলে ৷

আরও পড়ুন :শুভেন্দুর উপস্থিতিতে বৈঠকে না, মোদির থেকে আলাদা সময় চাইলেন মমতা

খবর পেয়ে ঘটনাস্থলে আসে চোপড়া থানার পুলিশ । আহত যুবক এখন ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷ ইতিমধ্যেই মৌলমীদেবীর মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ইসলামপুর মহকুমা হাসপাতালে ৷

কী কারণে নারায়ণ সরকার তাঁর মাকে নৃশংসভাবে খুন করল তা জানা যায়নি ৷ ঘটনার তদন্তে নেমেছে চোপড়া থানার পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details