রায়গঞ্জ , 28 মে : ছেলের হাতে খুন মা ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়া থানার অন্তর্গত বিলাতিবাড়ি গ্রামে । মৃতের নাম মৌলমী সরকার ( ৫০) । ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে ৷ মৌলমী সরকারের উপর হঠাৎই ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় তাঁর ছেলে নারায়ণ সরকার ৷ মৌলমী সরকারের আর্তনাদ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা ৷
ততক্ষণে রক্তে ভেসে গিয়েছে গোটা ঘর ৷ উত্তেজিত প্রতিবেশীদের হাতে পড়ে বেধড়ক মার খায় ছেলে ৷