রায়গঞ্জ, 9 জুন : নওদা গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত বিজেপি সদস্যদের প্রতি বিমাতৃসুলভ আচরণের অভিযোগ ৷ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে হেমতাবাদের বিডিও-র দ্বারস্থ হলেন নওদা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যরা । হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সম্পা বৈশ্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তাঁরা ৷
হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য 17 জন । যার মধ্যে 10 জন তৃণমূলের সদস্য হওয়ায় পঞ্চায়েতের দখল রয়েছে শাসক শিবিরের হাতে । বাকি 6 সদস্য বিজেপির এবং 1 জন জোটের সদস্য রয়েছেন ওই গ্রাম পঞ্চায়েতে । অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপির পঞ্চায়েত সদস্যদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছেন পঞ্চায়েত প্রধান সম্পা বৈশ্য । বিজেপি পঞ্চায়েত সদস্যদের এলাকায় উন্নয়নমূলক কাজের বরাত দেওয়া হচ্ছে না । পাশাপাশি পঞ্চায়েতের সমস্তরকম উন্নয়নমূলক কাজ তৃণমূলের সদস্যরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে করছেন ৷ অভিযোগ এ নিয়ে স্বজনপোষণের রাজনীতি করছেন নওদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান সম্পা বৈশ্য ।