পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Parcel Blast in Hemtabad : হেমতাবাদ পার্সেল বিস্ফোরণকাণ্ডে ধৃতের পুলিশি হেফাজত - হেমতাবাদ পার্সেল বিস্ফোরণকাণ্ডে ধৃতের পুলিশি হেফাজত

শুক্রবার উত্তর দিনাজপুরের হেমতাবাদে এক ওষুধের দোকানে পার্সেল বোমা বিস্ফোরণ (Parcel Blast in Hemtabad) হয়, ঘটনায় জখম হন 4 জন ৷

Parcel Blast in Hemtabad
হেমতাবাদ পার্সেল বিস্ফোরণকাণ্ডে ধৃতের পুলিশি হেফাজত

By

Published : Jan 24, 2022, 5:19 PM IST

Updated : Jan 24, 2022, 5:29 PM IST

রায়গঞ্জ, 24 জানুয়ারি : হেমতাবাদ বাহারাইলে পার্সেল বোমা বিস্ফোরণকান্ডে ধৃত টোটোচালক রঞ্জন রায়ের 10 দিনের পুলিশি হেফাজতের (ten days police custody for the man accused of parcel blast in Hemtabad) নির্দেশ দিল আদালত ৷ সোমবার ধৃত ব্যক্তিকে রায়গঞ্জ আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ ৷ রঞ্জনের 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ ৷ সিজিএম আদালতের বিচারক সেই আবেদন মঞ্জুর করেন ৷

হেমতাবাদ থানার পুলিশ ধৃত রঞ্জন রায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 286/336 ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত নির্দিষ্ট ধারাতেও মামলা দায়ের হয়েছে ৷

হেমতাবাদ পার্সেল বিস্ফোরণকাণ্ডে ধৃতের পুলিশি হেফাজত

আরও পড়ুন : জাতি বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ, ধৃত সবংয়ের অধ্যাপক

শুক্রবার বিকেলে ধৃত টোটো চালক রঞ্জন রায় একটি পার্সেল দিয়ে আসে হেমতাবাদের বাহারাইল গ্রামে বাবলু চৌধুরীর ওষুধের দোকানে । সেই পার্সেল খুলতেই ঘটে বিস্ফোরণ । বিস্ফোরণে গুরুতর আহত হন বাবলু চৌধুরী-সহ তিনজন । ঘটনার তদন্তে নেমে পুলিশ রবিবার সকালে রঞ্জন রায়কে গ্রেফতার করে ৷

Last Updated : Jan 24, 2022, 5:29 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details