পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পারিবারিক বিবাদের জেরেই কি খুন কিশোর! রাস্তার ধারে ঝোপ থেকে উদ্ধার দেহ - রায়গঞ্জ

আজ সকালে আক্তারের ছেলে আইমুদ্দিন খানের দেহ রাস্তার ধারে একটি ঝোপে পরে থাকতে দেখে স্থানীয়রা। তারপরই ইটাহার থানায় খবর দেয় স্থানীয়রা।

কিশোরের মৃত্যু
কিশোরের মৃত্যু

By

Published : Nov 20, 2020, 6:56 PM IST

রায়গঞ্জ, 20 নভেম্বর : ইটাহারে কিশোরের অস্বাভাবিক মৃত্য ঘিরে চাঞ্চল্য৷ মৃত কিশোরের নাম আইমুদ্দিন খান(14)৷ ইটাহার থানার কাপাসিয়া গ্রাম পঞ্চায়েতের গৌড়িপুর গ্রামের ঘটনা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ৷ সূত্রের খবর, মৃতদেহে কোথাও আঘাতের চিহ্ন মেলেনি । তবে কিভাবে মৃত্যু হল ওই কিশোরের। ময়নাতদন্তের রিপোর্টের পরই বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছেন পুলিশের তদন্তকারী এক আধিকারিক ।

আইমুদ্দিন খানের বাবা আক্তার খান৷ পেশায় চাষি৷ ইটাহার থানার কাপাসিয়া গ্রাম পঞ্চায়েতের গৌড়িপুরে জমিতে সরষের চাষ করেন তিনি৷ স্থানীয়সূত্রে জানা গিয়েছে, আক্তারের ওই জমিতে কেউ বা কারা বিষ দিয়ে দেয় বলে অভিযোগ৷ যার ফলে প্রতিবেশী বাবুল খানের মুরগি সহ গ্রামের বেশ কিছু মুরগি মারা যায়। তারপরই বাবুল খানের সঙ্গে আক্তারের বচসা বাধে৷ আক্তারের বাড়িতে চড়াও হয় বলেও অভিযোগ ওঠে বাবুলের বিরুদ্ধে। এই ঘটনার পর একে অপরের বিরুদ্ধে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করে৷

আগামী রবিবার দুই পরিবারকে থানায় ডাকে পুলিশ। কিন্তু তার আগেই আজ সকালে আক্তারের ছেলে আইমুদ্দিন খানের দেহ রাস্তার ধারে একটি ঝোপে পরে থাকতে দেখে স্থানীয়রা। খবর দেওয়া হয় ইটাহার থানায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়। আক্তারের অভিযোগ, আইমুদ্দিনকে গামছা দিয়ে শ্বাসরোধ করে খুন করেছে দুষ্কৃতীরা৷তবে কিশোরের শরীরের কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গিয়েছে পুলিশের একাংশ তরফে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত করছে পুলিশ৷

ABOUT THE AUTHOR

...view details