রায়গঞ্জ, 20 জুলাই : চোপড়ার কিশোরীর বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে । শরীরে পাওয়া যায়নি শারীরিক নিগ্রহের কোনও প্রমাণ । রবিবার রাতে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে আসার পর এমনই মনে করছে ইসলামপুর জেলা পুলিশ । ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রবিবার ওই কিশোরীর মৃতদেহের ময়নাতদন্ত হয় । তার ভিডিয়োগ্রাফি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে । কিশোরীর দেহে কোনও আঘাত বা যৌন হেনস্থার চিহ্ন মেলেনি বলে জানিয়েছে পুলিশ।
ইসলামপুর পুলিশের দাবি, ওই কিশোরীর মৃত্যু সম্পর্কে পরিবারের তরফে পুলিশকে কিছু জানানো হয়নি । পুলিশই খবর পেয়ে ওই কিশোরীকে উদ্ধার করেছে । তবে পরে পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয় । সেখানে মৃত্যুর কারণ হিসেবে ধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করা হয়েছে । তবে এই ঘটনাকে কেন্দ্র করে যারা বাসে আগুন লাগিয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ইসলামপুর জেলা পুলিশ ।
আরও পড়ুন :চোপড়ায় কিশোরীর ধর্ষণে হাত রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের, অভিযোগ BJP-র
মাধ্যমিক উত্তীর্ণ ওই কিশোরীর মৃত্যু ঘিরে গতকাল সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে চোপড়া । অভিযোগ ওঠে, কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর খুন করা হয়েছে । কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।
এই ঘটনার পর অভিযুক্তদের শাস্তির দাবিতে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা । পুলিশ অবরোধ তুলতে গেলে তাদের সাথে খণ্ডযুদ্ধ বেধে যায় । পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে । বাসে আগুন ধরিয়ে দেওয়া এবং পুলিশের গাড়ি ভাঙচুরের মতো ঘটনাও ঘটে । পুলিশবাহিনী গিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ইসলামপুরের পুলিশ সুপার সচিব মক্কর বলেন, "ওই কিশোরীর ময়নাতদন্তের রিপোর্ট হাতে এসেছে । সেখানে দেখা যাচ্ছে, বিষক্রিয়ার ফলে মৃত্যু হয়েছে তার । কোনও যৌন হেনস্থা বা শারীরিক নির্যাতনের প্রমাণ মেলেনি ।"