রায়গঞ্জ, 2 এপ্রিল : কোরোনা মোকাবিলায় তৎপর প্রশাসন ৷ খোলা হয়েছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল ৷ আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে একমাসের বেতন দান করলেন রায়গঞ্জের এক শিক্ষাবন্ধু । জেলাশাসকের দপ্তরে গিয়ে নিজের একমাসের বেতন 7 হাজার 336 টাকা চেকের মাধ্যমে জমা করেন সুনন্দ পোদ্দার ।
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে একমাসের বেতন দান রায়গঞ্জের শিক্ষাবন্ধুর - রায়গঞ্জ
আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে একমাসের বেতন দান করলেন রায়গঞ্জের এক শিক্ষাবন্ধু ।
কোরোনা সংক্রমণের জেরে ইতিমধ্যেই দেশজুড়ে লকডাউন চলছে। প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল খোলা হয়েছে । স্বতঃস্ফূর্তভাবে অনেকেই সাহায্য করেছে । এবার একমাসের বেতন দান করে সহযোগিতার হাত বাড়ালেন রায়গঞ্জের শিক্ষাবন্ধু সুনন্দবাবু । তিনি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কমলাবাড়ি এলাকায় শিক্ষাবন্ধু হিসেবে কাজ করেন ।
এবিষয়ে সুনন্দবাবু বলেন, "আজ আমি আমার একমাসের বেতন 7 হাজার 336 টাকা মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে জমা করেছি । এটা আমার নৈতিক দায়িত্ব থেকেই আমি করেছি । কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াতেই আমি এই কাজ করেছি ৷ "