রায়গঞ্জ, 10 এপ্রিল: কোরোনা সংক্রমণ রোধে পৌরসভার পাশাপাশি গ্রামপঞ্চায়েত এলাকাগুলোতেও স্যানিটাইজ়িংয়ের কাজ শুরু হয়েছে রায়গঞ্জে । পাশাপাশি আরও বেশি করে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার কাজ চলছে । রায়গঞ্জের 13 নম্বর কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের উদ্যোগে এলাকার রাস্তাঘাট এবং বাজারগুলিতে স্যানিটাইজ়িং করার কাজ চলছে জোরকদমে ।
গ্রামপঞ্চায়েত এলাকায় স্যানিটাইজ়িংয়ের কাজ শুরু রায়গঞ্জে - sensitization process in west bengal
শুধুমাত্র পৌরসভা এলাকা নয় । এবার রায়গঞ্জে গ্রামপঞ্চায়েত এলাকাগুলিতেও শুরু হয়েছে স্যানিটাইজ়িংয়ের কাজ । পাশাপাশি মানুষের মধ্যে আরও বেশি করে সচেতনতার বার্তা প্রচার করা হচ্ছে ।
নিজে দাঁড়িয়ে থেকে স্যানিটাইজ়িং কাজের দেখভাল করছেন তৃণমূল কংগ্রেস পরিচালিত কমলাবাড়ি গ্রামপঞ্চায়েত প্রধান প্রশান্ত কুমার দাস । রায়গঞ্জ লাগোয়া কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের মধ্যেই রয়েছে বোগ্রাম ও কর্ণজোড়া এলাকা । গ্রামবাসীকে কোরোনা সংক্রমণ প্রতিরোধে সচেতন করা হচ্ছে । পাশাপাশি পঞ্চায়েত এলাকাগুলিকে স্যানিটাইজ়িং করার কাজ শুরু করা হয়েছে ।
এলাকার প্রতিটি রাস্তাঘাট ও বাজারে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে । ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে । প্রশান্ত কুমার দাস জানিয়েছেন, "গ্রামবাসীকে সচেতন করার পাশাপাশি কোরোনা সংক্রমণ প্রতিরোধে এলাকাজুড়ে স্যানিটাইজ়িং করা হচ্ছে । বাজার করার সময় যাতে মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখেন সেই কারণে প্রচার করা হচ্ছে । সবার মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার কাজ চলছে ।"